একই ব্যবধানে অ্যাশেজ সিরিজ (একটি টেস্ট ড্র) জিতেছিল অজিরা। রঙিন পোশাকে মধুর প্রতিশোধই নিয়েছে ইংলিশরা।
সর্বোচ্চ ৮৭ রানের ইনিংস খেলেন মার্ক স্টইনিস। গ্লেন ম্যাক্সওয়েল ও টিম পেইন দু’জনই ৩৪ রান করে আউট হন। ওপেনার ডেভিড ওয়ার্নার ১৫, ট্রাভিস হেড ২২, অধিনায়ক স্মিথ ১২, মিচেল মার্শ ১৩ রানে সাজঘরের পথ ধরেন। কুরানকে যোগ্য সঙ্গ দেন মঈন আলী। স্পিন বোলিংয়ে তিনটি উইকেট শিকার করেন তিনি।
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৪৭.৪ ওভারে ইংল্যান্ডের সবকটি উইকেটের পতন ঘটে। শুরুটা ভালো হলেও তা ধরে রাখতে পারেনি তারা। ওপেনার জেসন রয় ৪৯, জনি বেয়ারস্টো ৪৪, অ্যালেক্স হেলস ৩৫, জো রুটের ব্যাট থেকে আসে ৬২। অধিনায়ক ইয়ন মরগান ৩, জস বাটলার ২১ রানে বিদায় নেন। কুরানের মতোই পাঁচ উইকেট দখল করেন অ্যান্ড্রু টাই।
বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, ২৮ জানুয়ারি, ২০১৮
এমআরএম