আগের সিরিজগুলোর ধারাবাহিকতায় এবারও মাঠে বসে টেস্ট ম্যাচ দেখতে হলে ছাত্রদের স্কুলের নির্ধারিত ইউনিফর্ম পড়ে এবং সাথে পরিচয়পত্র নিয়ে আসতে হবে।
সোমবার (২৯ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে সুজন বলেন, ‘স্কুলের বাচ্চাদের জন্য বরাবরের মতো সঠিক পরিচয় নিশ্চিত করে তাদের জন্য খেলা দেখার ব্যবস্থা রাখা হবে।
আগামী বুধবার (৩১ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সকাল সাড়ে ৯টায় প্রথম টেস্ট শুরু হবে। ৫ ফেব্রুয়ারি দু’দলই ঢাকায় ফিরবে। ৬ ও ৭ ফেব্রুয়ারি অনুশীলন শেষে ৮ ফেব্রুয়ারি থেকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে দু’দল।
বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, ২৯ জানুয়ারি ২০১৮
এইচএল/এমআরএম