ঢাকা, রবিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ৩০ জুন ২০২৪, ২২ জিলহজ ১৪৪৫

ক্রিকেট

ওয়ানডের হারকে অতীত বলছেন মাহমুদউল্লাহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৮
ওয়ানডের হারকে অতীত বলছেন মাহমুদউল্লাহ অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ দল-ছবি: সোহেল সরওয়ার/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশই চ্যাম্পিয়ন হবে-এমনটাই ধরে নিয়েছিল সবাই। বাংলাদেশ দলের ভেতরেও সেই আশা ছিল। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে টানা দুই ম্যাচ হেরে সেই স্বপ্নের যবানিপাত হয় বড় নির্মমভাবে।

শেষের দুই ম্যাচে বাংলাদেশকে উড়িয়ে দিয়ে এখন টেস্ট সিরিজ শুরুর প্রাক্কালে মানসিকভাবে এগিয়ে আছে উল্টো শ্রীলঙ্কাই। তবে বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ জানালেন, তিনি ওয়ানডেতে হার নিয়ে ভাবছেনই না।

তার মতে, যেটা গেছে, সেটা গেছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের আগে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘যেটা চলে গেছে সেটা গেছে। সেটি ওভার। যেটি সামনে আছে (টেস্ট সিরিজ) সেটি নিয়েই ভাবছি। কারণ টেস্ট ক্রিকেট আলাদা বিষয়। কন্ডিশন-সিচুয়েশন ভিন্ন। সেটার ওপরই আমরা বেশি জোর দিচ্ছি। ’সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ-ছবি: সোহেল সরওয়ার/ বাংলানিউজটোয়েন্টিফোর.কমযেভাবে ত্রিদেশীয় সিরিজ শুরু করেছিল বাংলাদেশ দল পুনরায় সেই জায়গাটাতেই ফিরে যেতে চান মাহমুদউল্লাহ।

তিনি বলেন, ‘যেভাবে আমরা ত্রিদেশীয় সিরিজ শুরু করেছিলাম, সেই জায়গাটায় ফিরে গিয়ে আবার ধরে রাখা গুরুত্বপূর্ণ। ’

বুধবার (৩১ জানুয়ারি) দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা শুরু সকাল সাড়ে ৯টায়। ঢাকায় দ্বিতীয় ও শেষ ম্যাচ ৮ ফেব্রুয়ারি থেকে। টেস্টের পর রয়েছে দু’টি টি-টোয়েন্টি (১৫ ও ১৮ ফেব্রুয়ারি যথাক্রমে ঢাকা ও সিলেটে)।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
টিএইচ/টিসি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।