প্রোটিয়াদের ছুঁড়ে দেওয়া ২৭০ রানের লক্ষ্যটা ২৭ বল হাতে রেখে অনায়াসেই টপকে যায় টিম ইন্ডিয়া। দ. আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো ওডিআই সেঞ্চুরির (১২তম ম্যাচে) দেখা পেয়েছেন কোহলি।
কোহলির ব্যাট থেকে আসে ১১২। ৭৯ রান করে আউট হন অজিঙ্কা রাহানে। দলীয় ৬৭ রানে দুই উইকেট হারানোর পর তৃতীয় উইকেট জুটিতে দু’জন মিলে স্কোরবোর্ডে ১৮৯ রান তোলেন। রোহিত শর্মা ২০ ও শিখর ধাওয়ান ৩৫ রানে (রানআউট) আউট হন। হার্দিক পাণ্ডে ৩ ও মহেন্দ্র সিং ধোনি ৪ রানে অপরাজিত থাকেন।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে ২৬৯ রানের সংগ্রহ দাঁড় করায় প্রোটিয়ারা। ইনজুরির কারণে এবি ডি ভিলিয়ার্সের অনুপস্থিতিতে অধিনায়ক ডু প্লেসি ছাড়া আর কেউই বড় ইনিংস খেলতে পারেননি। সেঞ্চুরি হাঁকিয়ে ১২০ রানে থামেন তিনি। ওপেনার কুইন্টন ডি কক ৩৪, হাশিম আমলা ১৬, ক্রিস মরিস ৩৭ রানে বিদায় নেন। ২৭ রানে অপরাজিত থেকে যান পেসার আন্দাইল ফেলুকভায়ো।
সেঞ্চুরিয়ানে আগামী রোববার (৪ ফেব্রুয়ারি) দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। খেলা শুরু বাংলাদেশ সময় দুপুর ২টায়।
বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, ২ ফেব্রুয়ারি, ২০১৮
এমআরএম