ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সাগরিকায় সর্বোচ্চ রানের রেকর্ড শ্রীলঙ্কার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৮
সাগরিকায় সর্বোচ্চ রানের রেকর্ড শ্রীলঙ্কার ছবি: সোহেল সরওয়ার - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টেস্ট ক্রিকেটের এক ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লো সফরকারী শ্রীলঙ্কা। স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে ৭১৩ রানে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে লঙ্কানরা।

জহুর আহমেদে এটিই যে কোনো দলের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এর আগে ২০১০ সালে বাংলাদেশের বিপক্ষে ৬ উইকেট হারিয়ে ৫৯৯ রানে ইনিংস ঘোষণা করেছিল ইংল্যান্ড।

এতদিন সেটিই ছিল সাগরিকার সর্বোচ্চ স্কোর।

ভেন্যুর সর্বোচ্চ রেকর্ডের পাশাপাশি দলীয় রানের রেকর্ডও এখানেই হয়েছে। বাংলাদেশের বিপক্ষে এটি তাদের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। সর্বোচ্চ দলীয় সংগ্রহ ৬ উইকেটে ৭৩০ রান। যা এসেছিল ২০১৪ সালে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

সাদা পোশাকে সবমিলিয়ে শ্রীলঙ্কার এই ম্যাচের ৯ উইকেটে ৭১৩ রান রেকর্ড বইয়ে ১৮তম স্থানে রয়েছে। মজার ব্যাপা হলো এই ফরম্যাটে সর্বোচ্চ রানের রেকর্ডও তাদের।

১৯৯৭ সালে কলম্বোতে শচীন টেন্ডুলকারদের বিপক্ষে ৬ উইকেটে ৯৫২ রান করেছিলেন অর্জুনা রানাতুঙ্গারা।
 
বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, ৩ ফেব্রুয়ারি ২০১৮
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।