জহুর আহমেদের যে পিচে লঙ্কানদের উইকেট নিতে টাইগার শিবিরের প্রাণ ওষ্টাগত হওয়ার অবস্থা সেই পিচেই চতুর্থ দিনেরে শেষ বেলার টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারানোয় ইনিংস পরাজয়ের শঙ্কা উঁকি দিচ্ছে মাহমুদ উল্লাহদের শিবিরে। ইনিংস পরাজয় এড়াতে টাইগারদের প্রয়োজন আরো ১১৯ রান।
ব্যক্তিগত ৪১ রানে তামিম, ১৯ রানে ইমরুল কায়েস ও ২ রানে মুশফিকুর রহিমের বিদায়ে নিজেদের ওপর অবর্নণীয় এক চাপ তৈরী করেছে লাল-সবুজের দল।
দিন শেষে ১৮ রানে অপরাজিত আছেন প্রথম ইনিংসে ১৭৬ রান করা মুমিনুল হক।
পঞ্চম দিনের শুরুতে যদি রঙ্গনা হেরাথ, লাকশান সান্দাকান ও দিলরুয়ান পেরেরার স্পিন পরীক্ষায় মুমিনুল, মাহমুদউল্লাহরা উইকেট আগলে রাখতে না পারলে ত্রিদেশীয় সিরিজের পর প্রথম টেস্টেও হাথুরুর শিষ্যদের কাছে লজ্জার হার নিয়ে মাঠ ছাড়তে হবে স্বাগতিকদের।
তাই তাকিয়ে থাকতে হচ্ছে মিডল অর্ডারের দিকে।
চতুর্থ দিন শেষে স্কোর:
বাংলাদেশ ২য় ইনিংস: ২৬.৫ ওভারে ৮১/৩ (তামিম ৪১, ইমরুল ১৯, মুমিনুল ১৮*, মুশফিক ২; হেরাথ ১/২২, লাকমল ০/১৬, ধনঞ্জয়া ০/২০, দিলরুয়ান ১/২০, সান্দকান ১/৩)
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৭১৩/৯, ইনিংস ঘোষণা
বাংলাদেশ ১ম ইনিংস: ৫১৩
বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, ৩ ফেব্রুয়ারি ২০১৮
এইচএল/