ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)
ঢাকা: মাশরাফি, সানজামুল ও সাকলাইন সজিবের বিধ্বংসী বোলিং ও এনামুল হক বিজয়ের দাপুটে ব্যাটিংয়ে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের ২০১৭-১৮ মৌসুম জয় দিয়ে শুরু করলো দেশের ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী লিমিটেড। উদ্বোধনী ম্যাচে খেলা ঘর সমাজ কল্যাণ সমিতিকে তারা হারিয়েছে ৯ উইকেটের বড় ব্যবধানে।
খেলা ঘরের দেয়া ১৫৫ রানের সহজ লক্ষ্য তারা পৌঁছে গেছে ২৫.২ ওভারে, ১ উইকেটের বিনিময়ে।
মাশরাফি ৭ ওভার বল করে ২৩ রানের বিনিময়ে তুলে নিয়েছেন ৩ উইকেট।
মাশরাফির চাইতেও বেশি হিসেবি ছিলেন সানজামুল। ৯ ওভারে ২৭ রানের বিনিময়ে তিনিও ৩ উইকেট পেয়েছেন। আর সাকলাইন সজিব ৭ ওভারে ২৭ রান খরচে পেয়েছেন ৩ উইকেট। বাকি উইকেটটি নিজের করে নিয়েছেন অধিনায়ক নাসির হোসেন। আর ব্যাট হাতে এনামুল হক বিজয় অপরাজিত ৮৬ রান করেছেন ৭৩ বলে। আবাহনীর হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সাইফ হাসানের। ৪৯ বলে সংগ্রহ করেছেন ৩৯ রান। নিজের ইনিংসটিকে আর লম্বা করতে পারেননি। অশোক মানেরিয়ার বলে বোল্ড আউট হয়ে ফিরে গেছেন ড্রেসিংরুমে। এদিকে ব্যক্তিগত ২৩ রানে অপরাজিত ছিলেন টপ অর্ডারের আরেক ব্যাটসম্যান নাজমুল হাসান।
এর আগে সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকেএসপি’র চার নাম্বার মাঠে টস জিতে ব্যাটিংয়ে নেমে আবাহনীর বোলিং তোপে দলীয় ১৫৪ রানেই গুটিয়ে যায় খেলা ঘরের ইনিংস। দলের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ৪৩ রান করেছেন মইনুল ইসলাম। দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান আসে অমিত মজুমদারের ব্যাট থেকে। এর বাইরে আর কোনো ব্যাটসম্যানই ব্যক্তিগত ২০ রানের কোঠাও স্পর্শ করতে পারেননি।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ৫ ফেব্রুয়ারি, ২০১৮
এইচএল/এমএমএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।