ঢাকা, বৃহস্পতিবার, ২০ আষাঢ় ১৪৩১, ০৪ জুলাই ২০২৪, ২৬ জিলহজ ১৪৪৫

ক্রিকেট

প্রথমবার দিবা-রাত্রির টেস্ট আয়োজনে ক্যারিবীয়রা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৮
প্রথমবার দিবা-রাত্রির টেস্ট আয়োজনে ক্যারিবীয়রা ছবি:সংগৃহীত

নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো দিবা-রাত্রির টেস্ট ম্যাচ আয়োজন করতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। চলতি বছরের ২৩ জুন শ্রীলঙ্কার বিপক্ষে বার্বাডোজে ম্যাচটি খেলবে ক্যারিবীয়রা। এই সিরিজে আবার লঙ্কানরা প্রথমবারের মতো আইকনিক কেনিস্টন ওভালে খেলবে।

সিরিজের তৃতীয় টেস্টটি দিবা-রাত্রির ম্যাচ হবে। যেখানে ৬ জুন ত্রিনিদাদের কুইন্স পার্ক ওভালে প্রথম টেস্ট অনুষ্টিত হবে।

গত বছরের ডিসেম্বরে প্রকাশিত সূচিতে বলা হয়েছিল তৃতীয় টেস্টটি সেন্ট লুসিয়ায় ড্যারেন স্যামি স্টেডিয়ামে ও দ্বিতীয়টি কেনিস্টন ওভালে অনুষ্ঠিত হবে। তবে মঙ্গলবার শ্রীলঙ্কা ক্রিকেটে জানায় ১৪ জুন থেকে সেন্ট লুসিয়া হবে দ্বিতীয় টেস্ট।

এটি দীর্ঘ ১০ বছর পর শ্রীলঙ্কার ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সফর। সর্বশেষ ২০০৮ সালে দুই ম্যাচ সিরিজে ১-১ এ ড্র করেছিল লঙ্কানরা। সেই সিরিজেই আবার প্রথমবারের মতো ক্যারিবীয়দের মাটিতে টেস্ট ম্যাচ জিতেছিল দলটি।

ক্রিকেট ইতিহাসে এখন পর্যন্ত মোট আটটি গোলাপি বলের টেস্ট অনুষ্ঠিত হয়েছে। সর্বপ্রথম ২০১৫ সালের নভেম্বরে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার টেস্ট দিয়ে এর যাত্রা শুরু হয়। ক্যারিবীয়রা ফ্লাড লাইটের নিচে ইতোমধ্যে দুটি ম্যাচ খেলেছে। তবে কোনো সাফল্য পায়নি। অন্যদিকে শ্রীলঙ্কা নিজেদের অভিষেক দিবা-রাত্রির ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, ০৬ ফেব্রুয়ারি, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।