দীর্ঘ বিরতির পর প্রত্যাবর্তর্নের অপেক্ষার অবসান হলো অাব্দুর রাজ্জাকের। প্রথম টেস্টের আগে হঠাৎ করে স্কোয়াডে ডাক পেলেও একাদশে সুযোগ মেলেনি।
সবশেষ ২০১৪ সালের ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষেই জাতীয় দলের সাদা পোশাকে মাঠে নেমেছিলেন। ইনজুরির কারণে অনুপস্থিত অধিনায়ক সাকিব আল হাসানের বোলিংয়ের অভাব পূরণের চ্যালেঞ্জ ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে দেশের প্রথম বোলার হিসেবে ৫০০ উইকেটের মালিক রাজ্জাকের।
রাজ্জাকের সঙ্গে এক ম্যাচের বিরতিতে একাদশে ফিরেছেন সাব্বির রহমান। লঙ্কান টিমে টেস্ট অভিষিক্ত হয়েছেন অলরাউন্ডার আকিলা ধনাঞ্জয়া।
এই ম্যাচ জিতলে বা ড্র করলেও ওয়েস্ট ইন্ডিজকে টপকে নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো টেস্ট র্যাংকিংয়ের অাট নম্বরে নাম লেখাবে টাইগাররা।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আব্দুর রাজ্জাক, মোস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস, ধনাঞ্জয়া ডি সিলভা, দিনেশ চান্দিমাল (অধিনায়ক), রোশেন সিলভা, নিরোশান ডিকভেলা (উইকেটরক্ষক), দানুশকা গুনাথিলাকা, দিলরুয়ান পেরেরা, আকিলা ধনাঞ্জয়া, রঙ্গনা হেরাথ, সুরাঙ্গা লাকমাল।
বাংলাদেশ সময়: ০৯০২ ঘণ্টা, ৮ ফেব্রুয়ারি, ২০১৮
এমআরএম