সবশেষ নিউজিল্যান্ডে অনুষ্ঠিত যুব বিশ্বকাপেও ব্যাট-বলে জানান দিয়েছেন সেরা সামর্থের। বিশ্বকাপে ৫ ম্যাচের চারটিতেই ব্যাট হাতে করেছেন ফিফটি।
এ পারফরম্যান্সই নজর কেড়েছে জাতীয় দলের নির্বাচকদের। ১৫ ফেব্রুয়ারি থেকে শ্রীলঙ্কার বিপক্ষে অনুষ্ঠেয় দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলার ১৫ সদস্যের দলে ডাক পেয়েছেন তিনি।
জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়ে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে দারুণ খুশি এই যুবা অলরাউন্ডার। বলছেন, ম্যাচের সেরা একাদশে ঠাঁই পেলে নিজের সর্বোচ্চটি উজাড় করে দেবেন।
আফিফের সঙ্গে যোগাযোগ করা হলে কৈশোর পেরোনো উচ্ছ্বসিত এই ক্রিকেটার বাংলানিউজকে বলেন, ‘জাতীয় দলে জায়গা পেয়ে খুবই ভাল লাগছে। একাদশে সুযোগ পেলে নিজের সেরাটি দিয়ে খেলবো। ’
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৮
এইচএল/এইচএ/