ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আইপিএলের উদ্বোধনী ম্যাচে মুম্বাই-চেন্নাই

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৮
আইপিএলের উদ্বোধনী ম্যাচে মুম্বাই-চেন্নাই ছবি:সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০১৮ আসরের সূচি ঘোষণা করা হয়েছে। একাদশতম আসরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানস উদ্বোধনী ম্যাচে নিজেদের ঘরের মাঠ ওয়াংখেড়েতে খেলবে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। আর ফাইনাল ম্যাচও হবে একই ভেন্যুতে। 

৭ এপ্রিল, শনিবার শুরু হয়ে টুর্নামেন্ট শেষ হবে ২৭ মে ২০১৮।  মোট ৫১ দিনের লড়াই।

 

এবারের আইপিএলে এ দু’বছর নিষিদ্ধ থাকার পর ফিরেছে দুই দল রাজস্থান রয়েলস ও চেন্নাই। চেন্নাইয় তাদের হোম ম্যাচ খেলবে চিদাম্বরম স্টেডিয়ামে। রাজস্থান খেলবে জয়পুরের সোয়াই মানসিংহ স্টেডিয়ামে।  

এদিকে কিংস ইলিভেন পঞ্জাব তাদের তিনটি হোম ম্যাচ খেলবে ইনদোরে। আর চারটি ম্যাচ খেলবে মোহালিতে। এই টুর্নামেন্টের ১২টি ম্যাচ খেলা হবে বিকেল চারটেয়। ৪৮টি ম্যাচ হবে রাত ৮টায়।

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, ১৫ ফেব্রুয়ারি, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।