ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

মাহমুদউল্লাহর কোয়েটার টানা দ্বিতীয় জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০১ ঘণ্টা, মার্চ ১, ২০১৮
মাহমুদউল্লাহর কোয়েটার টানা দ্বিতীয় জয় ছবি: সংগৃহীত

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিজেদের প্রথম ম্যাচ হারের পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ব্যাক-টু-ব্যাক জয় তুলে নিয়েছে সরফরাজ-মাহমুদউল্লাহর কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। সবশেষ ম্যাচে ইসলামাদ ইউনাইটেডের দেওয়া ১৩৫ রানের লক্ষ্যটা ৬ উইকেট ও ১৭ বল হাতে রেখে অনায়াসেই টপকে যায় তারা।

ম্যাচসেরা কেভিন পিটারসেন ৩৪ বলে ৪৮ রানের ইনিংস খেলেন। দুই ওপেনার আসাদ শফিক ২২ ও শেন ওয়াটসন ১৩ রান করেন।

মোহাম্মদ নওয়াজ ২৫ ও অধিনায়ক সরফরাজ আহমেদ ৭ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। ব্যাটিংয়ে নামার প্রয়োজন পড়েনি বাংলাদেশ আইকন মাহমুদউল্লাহ রিয়াদের।

ইংলিশ পেসার স্টিভেন ফিন তিনটি উইকেট নেন। অন্যটি মোহাম্মদ সামির।

এর আগে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিং পেয়ে নির্ধারিত ওভার শেষে স্কোরবোর্ডে সাত উইকেটে ১৩৪ রান তোলে ইসলামাবাদ। সর্বোচ্চ ৪৩ রান (২৬ বল) করেন ওপেনার লুক রনকি। দলপতি মিসবাহ উল হক ২২, জেপি ডুমিনি ১৪, ফাহিম আশরাফ ২১ রানে (রানআউট) সাজঘরের পথ ধরেন।

আনোয়ার আলী, রাহাত আলী, জন হ্যাস্টিংস, হাসান খান ও ওয়াটসন একটি করে উইকেট নেন। মাহমুদউল্লাহকে বোলিংয়ে আনেননি সরফরাজ।

ছয় দলের পয়েন্ট টেবিলে তিন ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে কোয়েটা। ১ জয় ও ২ হারে পাঁচে ইসলামাবাদ। টানা তিন ম্যাচ জিতে শীর্ষে করাচি কিংস।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ১ মার্চ, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।