ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

অধিনায়ক হয়েই দিল্লিতে ফিরলেন গম্ভীর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪১ ঘণ্টা, মার্চ ৭, ২০১৮
অধিনায়ক হয়েই দিল্লিতে ফিরলেন গম্ভীর ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি মৌসুমে কলকাতা নাইট নাইডার্স ছেড়ে পুরোনো দল দিল্লি ডেয়ারডেভিলসে পাড়ি দিলেন গৌতম গম্ভীর। তবে এমনিতেই ফেরেননি তিনি, একেবারে দলের নেতৃত্বে দিয়েই তাকে ফেরানো হয়েছে।

গত জানুয়ারির নিলামে ২ কোটি ৮০ লাখ রুপিতে নিজের ঘরের মাঠের দল দিল্লিতে আসেন গম্ভীর।

এর আগে ২০১০ সালে দিল্লি ছাড়েন গম্ভীর।

সে বছর তিনি দলটির নেতৃত্বে ছিলেন। পরে কলকাতার হয়ে ৭ বছর খেলেছেন অধিনায়ক হয়েই। এই সময় নাইটদের দু’বার চ্যাম্পিয়নও করান তিনি।

দিল্লিতে অধিনায়ক হয়ে ফিরে গম্ভীর বলেন, ‘আরও একবার দিল্লির অধিনায়ক হতে পেরে সম্মানিত বোধ করছি। ’ আর গম্ভীরের প্রশংসা করে কোচ রিকি পন্টিং বলেন, ‘গৌতি (গম্ভীরের ডাক নাম) দীর্ঘদিন থেকে নেতৃত্ব দিয়ে আসছে। আইপিএল খেলাকালীন সে নিজেকে সবসময় শীর্ষ দলনেতা হিসেবেই প্রমাণ করেছে। ’

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, ০৭ মার্চ, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।