প্রথমে ব্যাট করা কিউইরা ২২৩ রানে গুটিয়ে গেলে লক্ষ্য তাড়া করতে নেমে ৩ উইকেট হারিয়ে ও ১০৪ বল বাকি থাকতেই জয় পায় ইংলিশরা।
ক্রাইস্টচার্চে ২২৪ রানের লক্ষ্যে খেলতে নেমে সফরকারী দুই ওপেনার বেয়ারস্টো ও অ্যালেক্স হেলস উদ্বোধনী জুটিতে ২০.২ ওভারে ১৫৫ রান তোলেন।
এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ইংলিশ বোলারদের তোপে ৪৯.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ২২৩ রান করতে পারে নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেন ৬ নম্বরে ব্যাট করতে নামা মিচেল স্যান্টনার। ৫৫ রান করেন হেনরি নিকোলস।
সফরকারী বোলারদের মধ্যে দারুণ বল করে ৩ উইকেট করে দখল করেন ক্রিস ওকস ও আদিল রশিদ। পেসার টম কুরান ২টি উইকেট নেন।
দুর্দান্ত সেঞ্চুরির সুবাদে ম্যাচ সেরা হন বেয়ারস্টো। আর পুরো সিরিজে অসাধারণ বল করা ওকস সিরিজ সেরা হন।
বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, ১০ মার্চ, ২০১৮
এমএমএস