বিশ্বকাপ বাছাইয়ের গ্রুপ পর্বের চার ম্যাচেই জেতা উইন্ডিজকে মাটিতে নামালো কোনো রকমে গ্রুপ পর্বের (চার ম্যাচের তিনটিতেই হার) বাধা পেরিয়ে আসা রশিদ খানের দল।
‘বি’ গ্রুপে পাঁচ দলের মধ্যে নেপাল ও হংকংয়ের সমান ২ পয়েন্ট হলেও রান রেটে এগিয়ে থাকার সুবাদে বিশ্বকাপ স্বপ্ন বেঁচে যায় আফগানিস্তানের।
হারারেতে ১৯৮ রানের সহজ লক্ষ্যটা ৩ উইকেট ও ১৪ বল হাতে রেখে টপকে গেছে আফগানিস্তান। সর্বোচ্চ ৬৮ রানের ইনিংস উপহার দেন রহমত শাহ। সামিউল্লাহ সেনওয়ারি ২৭, নাজিবুল্লাহ জাদরান ১৯ ও মোহাম্মদ নবীর ব্যাট থেকে আসে ৩১। অধিনায়ক রশিদ খান ১৩ ও শারাফুদ্দিন আশরাফ ৭ রানে অপরাজিত থেকে জয় নিশ্চিত করেন।
ক্যারিবীয় দলপতি জেসন হোল্ডার তিনটি উইকেট লাভ করেন। তরুণ পেসার কিমো পল নেন দু’টি। একটি করে পান নিকিতা মিলার ও অ্যাশলে নার্স।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে আফগান বোলারদের সামনে খেই হারিয়ে ফেলে গেইল-লুইস-স্যামুয়েলস-ব্রাথওয়েটদের নিয়ে গড়া শক্তিশালী ব্যাটিং লাইনআপ। নির্ধারিত ওভার শেষে স্কোরবোর্ডে ৮ উইকেট হারিয়ে ১৯৭ রান তুলতে সমর্থ হয় উইন্ডিজ টিম।
এভিন লুইস ২৭ (রানআউট), শাই হোপ ৪৩, মারলন স্যামুয়েলস ৩৬, হোল্ডার ২৮, শিমরন হেটমায়ার ১৫ রানে সাজঘরের পথ ধরেন। মাত্র ১ রান করে আউট হয়ে যান ক্রিস গেইল।
উদীয়মান অফস্পিনার মুজিব উর রহমান তিনটি উইকেট দখল করেন। মোহাম্মদ নবী নেন দু’টি আর একটি করে লাভ করেন শারাফুদ্দিন আশরাফ ও লেগস্পিন জিনিয়াস রশিদ খান।
বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, ১৫ মার্চ, ২০১৮
এমআরএম