মোহামেডানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নামে কলাবাগান ক্রীড়া চক্র। ব্যাট হাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক আশরাফুল।
ঘরোয়া ওয়ানডে ক্রিকেটে অাশরাফুলের আগের সর্বোচ্চ স্কোর ছিল অপরাজিত ১১৮। এটি তার ২৫০তম লিস্ট ‘এ’ ম্যাচ ও অষ্টম সেঞ্চুরি। আন্তর্জাতিক ওয়ানডেতেও এক ইনিংসে এতো রান করতে পারেননি এই ব্যাটিং জিনিয়াস। ১৭৭টি ওয়ানডে খেলা আশরাফুলের নামের পাশে তিনটি সেঞ্চুরি। সর্বোচ্চ ১০৯। টেস্ট ক্রিকেটে ১৯০ রানের ইনিংস খেলেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৬৩। রঙিন পোশাকে এটিই (১২৭) নতুন রেকর্ড।
ডিপিএলের এবারের আসরে তৃতীয়বার শতক হাঁকালেন নিষেধাজ্ঞা কাটানোর পর থেকে ন্যাশনাল টিমে ফেরার অপেক্ষায় থাকা আশরাফুল। কিন্তু তার দলের অবস্থা শোচনীয় বলা চলে! সুপার লিগের (সুপার সিক্স) দৌড়ে সবার আগে ছিটকে গেছে কলবাগান।
১২ দলের পয়েন্ট টেবিলে একেবারে তলানিতে কলবাগান। ১০ ম্যাচে জয় মাত্র দু’টিতে। আট ম্যাচেই সঙ্গী হয়েছে হারের লজ্জা। সব ম্যাচই ছিলেন আশরাফুল।
বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, ২০ মার্চ, ২০১৮
এমআরএম