ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নিকোলসের সেঞ্চুরিতে চালকের আসনে কিউইরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৮
নিকোলসের সেঞ্চুরিতে চালকের আসনে কিউইরা হেনরি নিকোলস-ছবি:সংগৃহীত

অকল্যান্ডে সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিন শেষে হেনরি নিকোলসের সেঞ্চুরিতে ইংল্যান্ডের বিপক্ষে চালকের আসনে আছে নিউজিল্যান্ড। ৪২৭ রানে ৮ উইকেট হারিয়ে ইনিংস ঘোষণা করে কিউইরা। জবাবে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ১৩২ রানে দিন শেষ করেছে ইংলিশ শিবির।

এর আগে প্রথম ইনিংসে মাত্র ৫৮ রানে অলআউট হয়েছিল ইংল্যান্ড। ফলে এখনও দলটি ২৩৭ রানে পিছিয়ে রয়েছে।

হাতে আছে ৭ উইকেট।

এদিন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি করে অপরাজিত থাকেন নিকোলস। ২৬৮ বলে ১৮টি চারের সাহায্যে ১৪৫ করেন তিনি। এর আগে সেঞ্চুরি করেছিলেন অধিনায়ক কেন উইলিয়ামসনও।

সফরকারী বোলারদের মধ্যে ৩টি করে উইকেট লাভ করেন দুই অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার অ্যালিস্টার কুককে হারায় ইংলিশরা। প্রথম ইনিংসে ভয়ঙ্কর বল করে ৬ উইকেট তুলে নেওয়া ট্রেন্ট বোল্ট কুককে বিদায় করেন। বোল্ট ৫১ রান করা ইংলিশ দলপতি জো রুটকেও ফেরান। ৫৫ রান করে আউট হন মার্ক স্টোনম্যান।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ২৫ মার্চ, ২০১৮
এমএমএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।