এর আগে প্রথম ইনিংসে মাত্র ৫৮ রানে অলআউট হয়েছিল ইংল্যান্ড। ফলে এখনও দলটি ২৩৭ রানে পিছিয়ে রয়েছে।
এদিন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি করে অপরাজিত থাকেন নিকোলস। ২৬৮ বলে ১৮টি চারের সাহায্যে ১৪৫ করেন তিনি। এর আগে সেঞ্চুরি করেছিলেন অধিনায়ক কেন উইলিয়ামসনও।
সফরকারী বোলারদের মধ্যে ৩টি করে উইকেট লাভ করেন দুই অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার অ্যালিস্টার কুককে হারায় ইংলিশরা। প্রথম ইনিংসে ভয়ঙ্কর বল করে ৬ উইকেট তুলে নেওয়া ট্রেন্ট বোল্ট কুককে বিদায় করেন। বোল্ট ৫১ রান করা ইংলিশ দলপতি জো রুটকেও ফেরান। ৫৫ রান করে আউট হন মার্ক স্টোনম্যান।
বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ২৫ মার্চ, ২০১৮
এমএমএস