ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মাশরাফি-সাকিবদের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সুজন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০১ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৮
মাশরাফি-সাকিবদের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সুজন মোস্তাফিজ, মাশরাফি ও খালেদ মাহমুদ সুজন / ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

বুধবার (২৮ মার্চ) মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমিতে  জাতীয় দলের চুক্তিভুক্ত ও চুক্তির বাইরে থাকা ৪০ জন ক্রিকেটার জড়ো হয়েছিলেন। একাডেমির জিমনেশিয়ামে করেছেন রুদ্ধদ্বার বৈঠক। কী নিয়ে তারা বৈঠক করেছেন তা কারো কাছে বলেননি।

সভা শেষে বেরিয়ে যাবার সময় মাশরাফি, মোহাম্মদ শরীফ বলে গেছেন, বহুদিন ক্রিকেটারদের কোন বনভোজন হয় না, তাই একটি বার্ষিক বনভোজনের উদ্দেশেই তাদের একত্রিত হওয়া।

তবে তারা বিষয়টি গোপন রাখতে চাইলেও শেষ পর্যন্ত তা গোপন থাকেনি।

জানা গেছে মাশরাফি, সাকিবদের দাবি-দাওয়া, ভাল-মন্দ দেখার সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সবুজ সংকেতে সংস্থাটিকে আরও গতি দিতে তারা নিজেদের মধ্যে আলোচনায় বসেছিলেন। যেখানে জহুরুল ইসলাম অমিকে আহ্বায়ক করে জাতীয় লিগের আট দলের অধিনায়কদের সদস্য করে একটি কমিটিও গঠন করে ফেলেছেন।

কোয়াব সহ-সভাপতি খালেদ মাহমুদ সুজনের দাবি, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। তাই বৃহস্পতিবার (২৯ মার্চ) মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমির সামনে সংবাদ মাধ্যমের কাছে জানার পর প্রাথমিকভাবে বিষয়টিকে সাধুবাদ জানালেও তিনি এবং তার সংঠনের কেউই যে ক্রিকেটারদের এই উদ্যোগকে ভালো চোখে দেখছেন না সেটা তার কথাতেই স্পষ্ট।

‘অবশ্যই এটা ভালো। ওরা দায়িত্ব নিতে চাচ্ছে, বসতে চাচ্ছে। আমি জানি না ওরা কী চাচ্ছে। ঠিক ক্লিয়ার না। এটা ওদের ভুলে গেলে চলবে না অনেক বছর ধরে আমরা কোয়াবটাকে যেভাবে হোক টিকিয়ে রেখেছি। নিজেদের পকেট থেকে টাকা খরচ করেই টিকিয়ে রেখেছি। কেউ তো সাপোর্ট করতো না। ওরা যদি মনে করে আমরা ওদের প্রতিপক্ষ, সাহায্য করছি না, এটা করলে ভুল হবে। ’

‘তারপরেও আমি বলবো ওরা বড় হয়েছে, ওরা সিদ্ধান্ত নেবে, ওরা যদি কমিটি গঠন করে বোর্ডের সাথে ফাইট করে কমফোরট্যাবল থাকে, ওদেরটা আদায় করতে পারে সেই চেষ্টা করতে পারে। কিন্তু এটা সবার জন্যই একটা ভুল বার্তা হবে। ’

সুজন আরও বলেন, ‘আমি মনে করি এখানে ফাইট করে কিছুই হবে না। এটা আলোচনার ব্যাপার। বোর্ডের সাথে আলোচনা করতে হবে। আর ওরা যদি এই কমিটির ওপর কনফিডেন্ট না থাকে তাহলে কোয়াবের তো একটা সিস্টেম আছে, কমিটি ডিজল্ভ করা, নতুন কমিটি করা। সিস্টেমের মধ্যে দিয়েই সব হবে, আমি বিশ্বাস করি। নির্বাচন করে তারা যেমন লোক চায়, যারা তাদের হয়ে ফাইট করবে তাদের সিলেক্ট করতে পারে। ’

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ২৯ মার্চ, ২০১৮
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।