ঠিক তখন আবাহনী অধিনায়ক মাশরাফি সতীর্থ নাসির হোসেকে দেখা গেল সাদা রঙের শার্ট ও কালো ক্যাপ পড়া বেশ কেতাদুরস্ত এক যুবকের সঙ্গে দাড়িয়ে মোবাইলে কী দেখছেন।
উৎসাহ নিয়ে তাকালাম।
মাশরাফির পাশে বসতেই নীরবকে কৌতুক করে বললেন, ‘ভাই একা কেন? কোন নায়িকা আসেনি? এরপর এলে চার-পাঁচজন নায়িকা নিয়ে আসবেন। ’
মাশরাফির এমন কৌতুকপূর্ণ কথায় উপস্থিত সবাই হেসে উঠলেন। নীরবও না হেসে পারলেন না। হাসিমুখেই উত্তর দিলেন, ‘ঠিক আছে ভাই। ’ এভাবে বেশ কিছুক্ষণ মাশরাফি, নাসিরের সাথে চললো তার আলাপ, আড্ডা। আড্ডা শেষে বিদায় নিলেন নীরব।
প্রাথমিকভাবে একাডেমিতে নীরবের উপস্থিতির কারণ জানা না গেলেও, পরে জানা গেল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিজিও বায়েজিদুল ইসলামের কাছে শরীরের ইনজুরির পুনর্বাসনের জন্য তিনি এসেছিলেন।
বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, ২৯ মার্চ, ২০১৮
এইচএল/এমআরএম