এর আগেও প্রোটিয়াদের শ্রীলঙ্কা সফরে টেস্ট স্থগিত কিংবা সীমিত ওভারে ম্যাচের পরিবর্তিত হয়েছে, সবচেয়ে উল্লেখযোগ্য ২০১৩। এবারের কারণটিও বাণিজ্যিক।
সংশোধিত সফরসূচি শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে। গলে আগামী ১২ জুলাই প্রথম টেস্ট শুরু হবে। কলম্বোতে দ্বিতীয় ম্যাচ ২০ জুলাই থেকে। ডাম্বুলায় ২৯ জুলাই প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে। বাকি চারটি ম্যাচ মাঠে গড়াবে যথাক্রমে ১, ৫, ৮, ১২ আগস্ট। এমমাত্র টি-টোয়েন্টি ১৪ আগস্ট।
দ. আফ্রিকাকে আতিথ্য দেওয়ার আগে জুনে ওয়েস্ট ইন্ডিজ সফরে তিনটি টেস্ট খেলে নিজেদের ঝালিয়ে নেবে শ্রীলঙ্কা। অন্যদিকে, ঘরের মাটিতে অস্ট্রেলিয়াকে চার ম্যাচ টেস্ট সিরিজে ৩-১ ব্যবধানে বিধ্বস্ত করার পর এটিই হবে প্রোটিয়াদের প্রথম টেস্ট সিরিজ।
গত ৬ বছরে এশিয়ার বাইরের দলগুলোর মধ্যে একমাত্র দ. আফ্রিকাই শ্রীলঙ্কার মাঠে টেস্ট সিরিজ জিতেছে। ২০১৪ দুই ম্যাচের সিরিজটি ১-০ তে নিষ্পত্তি হয়।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ৪ এপ্রিল, ২০১৮
এমআরএম