কিন্তু যদি আবাহনী হারে এবং শেখ জামাল মিরপুরে খেলাঘর সমাজ কল্যাণের বিপক্ষে জিতে যায় তাহলে কিন্তু চ্যাম্পিয়ন শেখ জামালই।
কীভাবে? আবাহনীর হারের সুযোগে তিন দলের পয়েন্ট হবে সমান ২২।
তবে হেরেও ট্রফি জয়ের সুযোগ থাকবে আবাহনীর। সেক্ষেত্রে আবার শেখ জামালকে হারতে হবে। তখন আবাহনী ও রুপগঞ্জের পয়েন্ট সমান হবে। হেড টু হেড লড়াইয়েও দুদলের একটি করে জয় থাকবে। তারপর দেখা হবে রান রেট। যেখানে রুপগঞ্জের (০.৫০৭) চেয়ে বেশ এগিয়ে আবাহনী (০.৮৬৮)।
রুপগঞ্জকে শিরোপা জিততে আবাহনীকে হারাতে হবে বড় ব্যবধানে। তা না হলে শিরোপার জয়ের সুযোগ থাকবে আবাহনীর।
এদিকে আবহাওয়ার কারণে ম্যাচ পরিত্যক্ত হলেও পয়েন্ট ভাগাভাগি হওয়ায় ২৩ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হবে আবাহনী।
বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, ৪ এপ্রিল, ২০১৮
এইচএল/এমএমএস