ঠিক এমন ভাবনা নিয়েই বৃহস্পতিবার (৫ এপ্রিল) ঢাকা প্রিমিয়ার লিগের অঘোষিত ফাইনালে লিজেন্ডস অব রূপগঞ্জ আবাহনীকে মোকাবেলা করবে বলে জানালেন দলের কোচ ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক পেসার মঞ্জুরুল ইসলাম।
মঞ্জুর বলেন, ‘শুরু থেকে আমরা যদি চিন্তা করি, আমরা চ্যাম্পিয়ন হবো, আমরা চ্যাম্পিয়ন হবো, এটা আমার মনে হয় একটু বোকামি হবে।
বুধবার (৪ এপ্রিল) মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে দলের অনুশীলন শেষে তিনি একথা বলেন।
মঞ্জুর হয়তো কথাটি বলার জন্যই বলেছেন কিংবা রুঢ় বাস্তবতা জেনে নিজেদের অবস্থান ভিন্ন আঙ্গিকে ব্যক্ত করার চেষ্টা করছেন। শিরোপা জিততে কে না চায়? তাও আবার যেনতেন শিরোপা নয়, দেশের ঘরোয়া ক্রিকেটেরে সবচাইতে মর্যাদার ক্রিকেটের মুকুট।
হয়তো আরও একটি বড় বাস্তবতা এর পেছনে লুকিয়ে আছে বলেই। লিগের পয়েন্ট টেবিলের দুই নাম্বারে থাকা দলটিকে শিরোপা জিততে আবাহনীকে অনেক বড় ব্যবধানে হারাতে হবে এবং শেখ জামালকে খেলাঘরের বিপক্ষে হারতে হবে। তাহলেই কেবল তা সম্ভব।
বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, ৪ এপ্রিল, ২০১৮
এইচএল/এমএমএস