দক্ষিণাঞ্চলের ৪০৩ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে ৩ উইকেটে ৯৫ রান সংগ্রহ করেছে পূর্বাঞ্চল।
বুধবার (১১ এপ্রিল) প্রথম দিনের ২৯৮ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেন দুই অপরাজিত ব্যাটসম্যান নুরুল হাসান সোহান ও দোলোয়ার হোসেন।
ইনিংসের ১০৪ তম ওভারের প্রথম বলে খালেদ আহমেদের বলে ব্যক্তিগত ৬৩ রানে এলবির ফাঁদে পড়ে বিদায় নেন দেলোয়ার। একই ওভারের ৫ম বলে রানের খাতা না খুলেই নিজের ইনিংসের সমাপ্তি টানেন আব্দুর রাজ্জাক।
এক ওভার পরেই আবু জায়েদ রাহির বলে ০ রানে ক্যাচ তুলে দেন কামরুল ইসলাম রাব্বি। ব্যক্তিগত ৪৪ রানে অপরাজিত থাকেন নুরুল হাসান সোহান।
বল হাতে পূর্বাঞ্চলের প্রথম দিনের ২ উইকেট শিকারি খালেদ আহমেদ এদিন তুলে নেন আরও ২ উইকেট। অপর উইকেট শিকারি আবু জায়েদ রাহি।
এদিকে ৪০৪ রানের বড় লক্ষ্যে খেলতে নামা পূর্বাঞ্চল শুরুটা মোটেও ভাল করতে পারেনি। দলীয় ৩৭ রানে কামরুল ইসলাম রাব্বির বলে আফিফ হোসেন ধ্রুব (১৪) ও ইমতিয়াজ হোসেন (৫) উইকেট ছাড়া হলে চাপে পড়ে অলোক কাপালি শিবির।
ওপেনার লিটন দাস ও টপ অর্ডারের মোহাম্মদ আশরাফুল সেখান থেকে দলকে টেনে তুলে দলকে বড় ইনিংসের স্বপ্ন দেখালে ব্যক্তিগত ১২ রানে আশরাফুলের বিদায়ে তা অনেকটাই বিবর্ণ হয়ে উঠে।
দিন শেষে ব্যক্তিগত ৬০ রানে লিটন দাস ও ০ রানে অপরাজিত আছেন ইয়াসির আলী।
বল হাতে পূর্বাঞ্চলের হয়ে অপর উইকেটটি নিয়েছেন আব্দুর রাজ্জাক।
বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, ১১ এপ্রিল, ২০১৮
এইচএল/এমএমএস