আর টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়া দিল্লি ডেয়ারডেভিলসের এটি টানা দ্বিতীয় হার।
টস হেরে ব্যাট করতে নামা রাজস্থান রয়্যালস’র ইনিংস থেমে যায় ১৭ ওভার ৫ বলে।
রাজস্থানের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেন আজিঙ্কা রাহানে। ২২ বলে ৩৭ রান করা স্যামসনের সঙ্গে স্কোরটা এগিয়ে নেন ২৯ রান করা বাটলার (১৮ বল)।
৭১ রানের টার্গেটে খেলতে নেমে প্রথম বলেই রান আউট হয়ে সাজঘরে ফেরেন মুনরো। আরেক ওপেনার ম্যাক্সওয়েল ১৭ রানে সাজঘরে ফিরলে দলীয় স্কোর ৩ ওভার ৪ বলে ৩৪।
তৃতীয় ও চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ক্রিজে নামা প্যান্ট ও মরিস কিছুটা আশার আলো দেখালেও প্যান্ট ব্যক্তিগত ২০ রানে ফিরে গেলে দিল্লি ডেয়ারডেভিলসের শেষ রক্ষা হয়নি।
শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ দাঁড়ায় ৬০ রান।
দায়িত্বপূর্ণ ব্যাটিংয়ের জন্য ম্যাচসেরা হয়েছেন রাজস্থানের স্যামসন।
বাংলাদেশ সময়: ০১২০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৮
এমইউএম/জেডএস