তবে সুঃসংবাদও আছে, পুরো মৌসুমে নয় গোড়ালির ইনজুরির কারণে ফ্র্যাঞ্চাইজিটির পরের দুই ম্যাচে খেলতে পারছেন না এই বাঁহাতি মিডঅলর্ডার।
চেন্নাইয়ের হয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো ম্যাচ মিস করছেন রায়না।
ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ২০৩ রান তাড়া করে অসাধারণ জয়ের ম্যাচে চোট পান রায়না।
এর আগে নিরাপত্তা শঙ্কার কারণে আইপিএলের ম্যাচ চেন্নাইয়ের ঘরের মাঠ এমএ চিদাম্বরাম স্টেডিয়াম থেকে পুনেতে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়। তামিলনাড়ু ও কর্ণাটক অঞ্চলের বিবাদমান কাভেরী নদীকে নিয়ে আন্দোলনকারীরা চেন্নাইকে ম্যাচ আয়োজনে বাধা দিচ্ছে। এছাড়া দলটির প্রথম ম্যাচেই চোট পেয়ে আইপিএল শেষ হয়ে যায় আরেক ব্যাটসম্যান কেদার যাদবের।
এদিকে রোববারের ম্যাচে ইনজুরি সেরে ফিরতে পারেন ফাফ ডু প্লেসিস। আর প্রথম দুই ম্যাচ না খেলা মুরালি বিজয়েরও ফেরার সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, ১২ এপ্রিল, ২০১৮
এমএমএস