ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আফগানদের বিপক্ষে টি-২০ খেলবে টাইগাররা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৮
আফগানদের বিপক্ষে টি-২০ খেলবে টাইগাররা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: আসছে জুনে ভারতের দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যচ সিরিজের ওয়ানডে খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু সিরিজটি ওয়ানডে ফরম্যাটে হচ্ছে না। হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।

বুধবার বাংলাদেশ ক্রি‌কেট বোর্ডের সভাশেষে এ কথা জানালেন বোর্ডের সভাপতি নাজমুল হাসান  পাপন।

পাপন বলেন, 'সামনে আমাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে।

কিন্তু সেই পরিমানে টি-টোয়েন্টি ম্যাচ নেই। তাই সিরিজটি এই ফরম্যাটে খেলতে চাচ্ছি। '

সিরিজের ভেন্যু হিসেবে দেরাদুনই থাকছে।  যদিও বিসিবি অন্য ভেন্যুতে খেলার আগ্রহ দেখিয়েছিল। কিন্তু জুনে সেগুলো ব্যস্ত থাকায় দেরাদুনেই খেলতে  হবে জানালেন বিসিবি সভাপতি।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, ১৮ এপ্রিল, ২০১৮
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।