মঙ্গলবার (২৯ মে) বাংলানিউজকে একথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেল বিভাগের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। ‘এই সিরিজে ও খেলতে পারছে না।
মোস্তাফিজের ছিটকে যাওয়ায় আফগান সিরিজে তার বদলি হিসেব কাকে দেরাদুন পাঠানো হচ্ছে সে বিষয়ে এখনও সিদ্ধান্তে আসতে পারেননি নির্বাচক মন্ডলি। তবে আজ কালের মধ্যেই তার বদলি ঘোষণা করা হবে।
মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে এবারের আইপিএলে অংশ নেওয়া মোস্তাফিজ মঙ্গলবার (২২ মে) দেশে ফিরেন। দেশে ফিরে বিশ্রামে থাকায় দলের সঙ্গে অনুশীলন ক্যাম্পে অংশ নেননি।
২০১৬ সালে নিজের প্রথম আইপিএল শেষে ইংল্যান্ডে কাউন্টি খেলতে গিয়ে কাঁধে ব্যথা পান ফিজ। ওই প্রথম তার শরীরে ইনজুরি হানা দেয়। দ্বিতীয় দফায় তাকে ইনজুরি আলিঙ্গন করে ওই বছরের শেষে নিউজিল্যান্ড সফরে। কোমরে চোট পেয়ে ছিটকে যান সিরিজ থেকে। এরপর তৃতীয় দফায় ইনজুরিতে পড়েন, গেল বছরের অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সফরে।
স্বাগতিকদের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে ১৪ অক্টোবর অনুশীলনে ফুটবল খেলতে গিয়ে বাঁ পায়ের গোড়ালি মচকে যাওয়ায় দেশে ফেরেন। সেই চোট কাটিয়ে উঠতে না উঠতেই আবার ইনজুরিতে পড়লেন এই বাঁহাতি পেস ওয়ান্ডার।
বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, ২৯ মে, ২০১৮
এইচএল/এমএমএস