ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দলে ‘হেলদি কম্পিটিশন’ দেখছেন ইমরুল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪১ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৮
দলে ‘হেলদি কম্পিটিশন’ দেখছেন ইমরুল ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ইমরুল কায়েস। ছবি-বাংলানিউজ

চট্টগ্রাম: জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ফেভারিট ছিলো বাংলাদেশই। সাকিব-তামিম ছাড়া পুরো সিরিজে ফেভারিটের মতো খেলেই জিম্বাবুয়েকে ‘বাংলাওয়াশ’ করেছে টাইগার বাহিনী। যার পেছনে বড় আবদানই রাখলেন ইমরুল-লিটন-সৌম্যরা।

গেলো কয়েকদিন জিম্বাবুয়ে দলের বোলারদের কাছে রীতিমতো দুস্বপ্নই ছিলেন বাংলাদেশের এ তিন ব্যাটসম্যান। জিম্বাবুয়ান বোলারদের পাড়ার দলের বোলারের মতো চার-ছক্কা হাঁকিয়ে সিরিজে তাদের নজরকাড়া পারফরম্যান্সের পর তিন জনের মধ্যে কাকে ছেড়ে কাকে দলে রাখা হবে- এমন ‘মধুর সমস্যায়’ হয়তো পড়তে হবে ম্যাশের টিমকে!

ওপেনার হিসেবে তামিমের সঙ্গী কে হবেন? এমন প্রশ্নের উত্তরে এতোদিন দায়িত্বশীল কাউকে পাওয়া না গেলেও জিম্বাবুয়ে সিরিজের পর বাংলাদেশের সেই ‘ওপেনার খরা’ বুঝি শেষ হচ্ছে।

অন্তত শেষ কয়েকটি ম্যাচের পরিসংখ্যান তাই বলছে।

তামিমের ইনজুরির পর এশিয়া কাপের ফাইনালে লিটন দাশের ১২১ রান, জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে ইমরুলের ১৪৪ রান, দ্বিতীয় ম্যাচে ইমরুলের ৯০ রানের সঙ্গে লিটনের ৮৩ রান, আর শেষ ম্যাচে ইমরুলের ১১৫ রানের সঙ্গে সৌম্যের ১১৭ রান।  

ছোট্ট এ পরিসংখ্যানই হয়তো তামিমের সঙ্গী নির্বাচনে ভাবনায় ফেলবে নির্বাচকদের| কাকে ওপেনার হিসেবে দলে জায়গা দেবেন সে বিষয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবেন তারা। তাই সুযোগ পেতে চাওয়া এ তিন জনের মধ্যেই হবে ‘হিউজ কম্পিটিশন’। অন্তত ইমরুল কায়েস মনে করেন সেটা।

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে গণমাধ্যমের কাছে তার ভাষ্য- ‘কে কার জায়গায় খেলবে এটা টিম ম্যানেজমেন্ট ডিসাইড করবে। আমাদের কাজ ভালো খেলা, নিজের সেরাটুকু দেওয়া। তবে আমি মনে করি বাংলাদেশ দলে এখন হেলদি কম্পিটিশন হচ্ছে। এটা আমাদের টিমের জন্য ভালো। তামিমের সঙ্গে আমি, সৌম্য বা লিটন- আমরাই খেলবো। কাউকে না কাউকে তো, খেলতে হবেই। ’

বাংলাদেশ সময়: ০১৩৮ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৮
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।