ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ওয়াকা‌রের প্রস্তা‌বেই বি‌পিএ‌লে ওয়ার্নার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৮
ওয়াকা‌রের প্রস্তা‌বেই বি‌পিএ‌লে ওয়ার্নার ওযাকার ইউনিস-ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সময়টা মোটেও ভালো যাচ্ছে না অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নারের। দক্ষিণ আফ্রিকার সঙ্গে সিরিজে বল টেম্পারিংয়ের অভিযোগে অধিনায়ক স্টিভ স্মিথের সঙ্গে একবছরের জন্য জাতীয় দল থেকে নির্বাসিত জীবন কাটাচ্ছেন। গায়ে জাতীয় দলের জার্সি নেই, বোর্ডের সঙ্গে টানাপোড়ন, ব্যাটও কথা কইছে না, সবকিছু মিলিয়ে বেশ এলোমেলো ক্যারিয়ার।

ঠিক এমন সময় তার মেলবোর্ন প্রতিবেশি এবং কানাডিয়ান ক্রিকেটে লিগের কোচ ও সাবেক পাকিস্তান পেস ওয়ান্ডার ওযাকার ইউনিস অফার দিলেন তুমি কী বিপিএল খেলবে?ডেভিড ওয়ার্নারগুরুর প্রস্তাবে রাজি হওয়াতেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরে ওয়ার্নার। কানাডিয়ান লিগের মতো বিপিএলেও ওয়ার্নার কোচ ওয়াকার ইউনুসের শিষ্যত্ব গ্রহণ করবেন।

তবে এখানে তার দল সিলেট সিক্সার্স। যাদের হয়ে ব্যাটে ঝড় তুলবেন। বিষয়টি ওয়ার্নারকে যেমন আনন্দিত করেছে তেমনি কোচ ওয়কারকেও করেছে রোমাঞ্চিত। কেননা তার মতো বড় নাম যে কোনো দলের জন্যই তো বাড়তি পাওয়া।

শনিবার (২৭ অক্টোবর) সকালে উত্তরায় সিলেট সিক্সার্সের সংবাদ সম্মেলনে সেকথা জানালেন এই সিলেট সিক্সার্স কোচ।

ওযাকার ইউনিস-ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম‘ওয়ার্নারের ট্র্যাক রেকর্ড দারুণ। প্লেয়ার হিসেবেও সে অসাধারণ। সিলেট সিক্সার্সের জন্য সে একটা বড় নাম। সিলেটের সঙ্গে সম্পৃক্ত হওযার পর আমিই ওকে বলেছিলাম তুমি কেন বিপিএলে খেলছো না? এসো এবং বিপিএল খেল। যেহেতু তুমি অনেক বড় বিতর্ক ও নাটকীয়তার মধ্য দিয়ে যাচ্ছে। যদিও সে বলছিলো ক্রিকেট বোর্ডের সঙ্গে সমস্যা যাচ্ছে। তবে সে দলে যোগ দিয়ে খুশি। ’

‘ওয়ার্নারের মতো একজন প্লেয়ারকে দলে পাওয়া অবশ্যই আমাদের জন্য সুসংবাদ। আমরা সবাই জানি ও একজন বিধ্বংসী ক্রিকেটার এবং একজন ভাল দলপতিও। আপনারা জানেন আইপিএলে ও হায়দ্রাবাদকে শিরোপা জিতিয়েছে। অতএব এটা আমাদের জন্য আরেকটি ভালো অপশনও বটে। আমি আর সে দুজনই সিডনি থাকি। আমাদের মধ্যে বোঝাপড়াটাও ভালো। তাছাড়া কানাডিয়ান লিগে আমি ওকে কোচিং করিয়েছি।     টুর্নামেন্টটি খেলতে আমরা সবাই দারুণ রোমাঞ্চিত। ’

বাংলাদেশে এর আগেও একাধিকবার এসেছেন ওয়াকার। তখন অবশ্য প্লেয়ারর ও জাতীয় দলের কোচ হিসেবে। আর এখন অন্য ভূমিকায়। রোববার (২৮ অক্টোবর) বিপিএল নিলামকে সামনে রেখে সকালেই ঢাকা পৌঁছেছেন ওয়াকার। দিনব্যাপি ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে নিলাম নিয়ে সভা শেষে পরদিন সকালে বসবেন নিলামের টেবিলে। যে ভূমিকাতেই হোক না কেন, এদেশে আসা তার ভীষণ পছন্দের। এদেশের মানুষের আতিথেয়তা, নিজ দল সিলেট সিক্সার্সের কাছ থেকে পাওয়া সম্মান তাকে বারবার আসার হাতছানি দেয়।

‘বাংলাদেশে আসা সব সময়ই আনন্দের। আগে খেলোয়াড় হিসেবে আসতাম এখন অন্য ভূমিকায় মানে কোচ হিসেবে এসেছি। শেষ বিপিএলে আমি সিলেটের স্বল্পকালীন মেন্টর হিসেবে কাজ করেও ভীষণ উপভোগ করেছি। আমি মনে করি বিপিএলের ভবিষ্যৎ অনেক সুন্দর এবং টুর্নামেন্টটি ভালো করছে। আরও ভালো করবে। সিলেটের সঙ্গে সম্পৃক্ত হতে পেরে আমি সম্মানীত। এখানকার সবার কাছ থেকে যে ভালবাসা ও সম্মান আমি পাই উপভোগ করি। ’

এদিকে সিলেট এবার রিটেইন ক্রিকেটার হিসেবে সাব্বির রহমান, নাসির হোসেন, লিটন দাশ ও সোহেল তানভিরকে রেখেছে। আর সরাসরি চুক্তি করেছে ওয়ার্নার ও নেপালের স্পিনার সন্দিপ লামিচান।

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, ২৭ অক্টোবর, ২০১৮
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।