ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সিলেটে টিম বাংলাদেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৮
সিলেটে টিম বাংলাদেশ বিমানবন্দরে মুশফিক-মোস্তাফিজরা। ফাইল ফটো

ঢাকা: জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অংশ নিতে মাজারের শহর সিলেট পৌঁছেছে স্বাগতিক বাংলাদেশ ক্রিকেট দল। শনিবার (২৭ অক্টোবর) বাংলাদেশ বিমান যোগে সকাল সোয়া ১০টায় চট্টগ্রাম থেকে রওনা হয়ে ১১টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আভ্যন্তরীন টার্মিনালে অবতরণ করেন স্টিভ রোডস ও তার শিষ্যরা।

একই বিমানে সেখান থেকে দুপুর সোয়া ১২টায় রওনা হয়ে দুপুর ১টায় সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে লাল সবুজের দল।

বিষয়টি সংবাদ মাধ্যদমাধ্যমকে জানিয়েছে বিসিবি সূত্র।

সিলেট পৌঁছে ৬ দিনের অনুশীলন শেষে আগামী ৩-৭ নভেম্বর সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে দুই দল।

দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি গড়াবে ১১-১৫ নভেম্বর মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

এদিকে তিন ম্যাচ সিরিজের ওয়ানডেতে সফরকারী জিম্বাবুয়েকে ৩-০ হোয়াইটওয়াশ করেছে মাশরাফি অ্যান্ড কোং।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, ২৭ অক্টোবর, ২০১৮
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।