গ্রেড ‘এ’ ক্রিকেটে প্রতিপক্ষের স্লেজিংয়ের প্রতিবাদ জানাতে গিয়ে ব্যাটিংয়ের মাঝেই মাঠ ছেড়ে বেরিয়ে যান অস্ট্রেলিয়ার এই ওপেনার। সিডনির ইনার ওয়েস্টে রেন্ডউইক প্যাটারশামের হয়ে খেলছেন ওয়ার্নার।
ওপেনিংয়ে নেমে বেশ ভালোই ব্যাট চালাচ্ছিলেন ওয়ার্নার। তার নামের পাশে তখন ৩৫ রান। এমন সময় সাবার্বের এক ক্রিকেটার তাকে উদ্দেশ্য করে স্লেজিং করেন। একাধিকবার এই ক্রিকেটার ওয়ার্নারকে উদ্দেশ্য করে কটু কথা বলেন। এক পর্যায়ে আর সহ্য না করতে পেরে আম্পায়ারকে বলে সোজা সাজঘরের দিকে হেটে চলে যান ওয়ার্নার। অবশ্য পরে সতীর্থরা বুঝিয়ে আবারও মাঠে ফেরান তাকে। তবে বিতর্ক থেমে থাকেনি।
বিতর্কের পেছনে প্রধান কারণ, একজন ব্যাটসম্যান আহত না হলে তিনি মাঠ ছেড়ে যাওয়ার পর আর ফিরতে পারেন কি না! সেক্ষেত্রে তাকে কেনো আউট দেওয়া হবে না, এমন প্রশ্নও ওঠে।
যদিও প্রতিপক্ষ দল থেকে ওয়ার্নারের মাঠে ফেরা নিয়ে কোনো প্রশ্ন তোলেনি। ৩২তম জন্মদিনের দিন খেলা এই ম্যাচে শেষ পর্যন্ত সেঞ্চুরি করেই মাঠ ছাড়েন ওয়ার্নার।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৮
এমকেএম/এমএমএস