রান তাড়া করতে নেমে শুরু থেকেই অচেনা লাগে স্বাগতিকদের। নিয়মিত বিরতিতেই হারাতে থাকে উইকেট।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে মারলন স্যামুয়েলস কোহলিসহ মোট তিন উইকেট নেন। এছাড়া অ্যাশলে নার্স, জেসন হোল্ডার ও ওবে ম্যাকয় নেন ২টি করে উইকেট।
পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি দাপটের সঙ্গে জিতে নিলেও দ্বিতীয় ম্যাচে ৩২১ রান করেও টাই’তে শেষ করতে হয় ভারতকে। শাই হোপের অপরাজিত ১২৩ ও শিমরন হেটমায়ারের ৯৪ রানে ভর করে ম্যাচ টাই করে নেয় ওয়েস্ট ইন্ডিজ।
পুনেতে ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে নামে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। দলের রান ৫৫ না পার হতেই টপ অর্ডারের তিনজন ব্যাটসম্যান বিদায় নেন। কিন্তু শাই হোপ একাই লড়ে যান। ১১৩ বল খেলে ৬টি চার ও ৩ ছক্কায় করলেন ৯৫ রান তুলে ফেরেন।
শেষের দিকে অ্যাশলে নার্স ২২ বলে ৪ চার ও ২ ছক্কায় খেললেন ৪০ রানের ঝড়ো এক ইনিংস খেলে দলকে টেনে নেন। দল ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৮৩ রানের লড়াকু সংগ্রহ পায়।
ভারতের হয়ে জসপ্রিত বুমরাহ ১০ ওভার বল করে ১ মেডেনসহ ৩৫ রান দিয়ে নেন চার উইকেট। দুই উইকেট নেন কুলদীপ যাদব। ১টি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ ও যুজবেন্দ্র চাহাল।
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৮
এমকেএম