রাজশাহী নগরীর দরগা পাড়া এলাকায় ক্রিকেটার চামেলী খাতুনের বাস। সেখানেই আছে তার পৈত্রীক বাড়িটি।
আট বছর থেকে লিগামেন্ট ছিঁড়ে যাওয়া সহ মেরুদন্ডে হাড়ের ব্যথা নিয়ে বর্তমানে মূমুর্ষ অবস্থায় পৌছেঁছেন চামেলী। মেরুদন্ডে দুই হাড়ের ফাঁকে থাকা নরম ডিস্ক গুলো নষ্ট হয়ে যাওয়ায় অবস হয়ে যাচ্ছে তার পুরো ডান পাশ।
এই অবস্থায় অতি স্বত্বর দেশের বাইরে সার্জারির পরামর্শ দিয়েছেন চিকিৎসক। আর এই চিকিৎসার জন্য চামেলীর প্রয়োজন কমপক্ষে অন্তত ১০ লাখ টাকা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সহ সমাজের সকলের কাছে চিকিৎসার জন্য সাহায্য চেয়েছেন তিনি।
বর্তমানে আনসার ভিডিপি অফিসে কর্মরত থাকলেও অসুস্থতার কারনে সেটিও নিয়মিত করতে পারছে না।
২০১০ সালের বাংলাদেশের এশিয়া কাপের রানার আপ হওয়া দলের হয়ে মাঠ মাতান চামেলী।
বাংলাদেশ সময়ঃ ১৩১৮ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
এসএস/এমকেএম