ঢাকা, শনিবার, ০ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বরিশালে দ্বিতীয় দিনেও মাঠে গড়ালো না বল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
বরিশালে দ্বিতীয় দিনেও মাঠে গড়ালো না বল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: বৃষ্টির কারণে বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামের দ্বিতীয় দিনেও শুরু হয়নি ওয়ালটন ২০তম জাতীয় ক্রিকেট লিগের বরিশাল ও খুলনা বিভাগের খেলা।

মঙ্গলবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ৯ টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও মাঠ ভেজা ছিলো। তাই আজ এখন পর্যন্ত টসও হয়নি।

কেননা গতকালের (সোমবার) ন্যায়ে আজও বরিশাল জুড়ে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে।

তাই বৃষ্টির কারণে বরিশাল ও খুলনা বিভাগের দ্বিতীয় দিনেও খেলা শুরু করা নিয়ে সংশয় রয়েছে বলে মন্তব্য করেছেন ম্যাচ রেফারি সামিউর রহমান সায়েম। তবে বেলা ১২টার পর রৌদ্র ওঠায় দুপুর ২ টায় মাঠ পর্যবেক্ষণ করে মতামত দিবেন বলে তিনি জানিয়েছেন।

তিনি বলেন, সকাল ৯ টায় ও ১০ টায় মাঠ পরিদর্শন করা হয়েছে। তখন মাঠ ভেজা ছিলো। গতকাল সোমবার দিনভর গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ায় এ অবস্থা সৃস্টি হয়েছে।

আজ মঙ্গলবার সকাল থেকেই বৃষ্টির কারণে পুরো পিচ, কাভার দিয়ে ঢেকে রাখা হয়েছে।

উল্লেখ্য, গত ১৫ অক্টোবর বরিশাল ও রাজশাহীর খেলা শুরু হওয়ার কথা থাকলে মাঠ ভেজা থাকায় প্রথম দুই দিন বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামের খেলা অনুষ্ঠিত হয়নি। তবে শেষের দুই দিনে মাঠে বল ব্যাটের লড়াই হলেও ম্যাচ ড্র হয়।

বাংলাদেশ সময় : ১২৫০ ঘন্টা, অক্টোবর ৩০, ২০১৮
এমএস/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।