ঢাকা, শনিবার, ০ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভারতীয় পেসার খলিলকে আইসিসির তিরস্কার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
ভারতীয় পেসার খলিলকে আইসিসির তিরস্কার খলিল আহমেদ-ছবি: সংগৃহীত

মারলন স্যামুয়েলসকে চতুর্থ ওয়ানডেতে আউট করা ভারতীয় পেসার খলিল আহমেদকে অফিসিয়ালি সতর্ক করেছে আইসিসি। এছাড়া তার নামের পাশে একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে।

ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ১৪তম ওভারে স্যামুয়েলসকে ফেরান খলিল। কিন্তু আউট হওয়ার পর ক্যারিবীয় ব্যাটসম্যানের দিকে তেড়ে যান তিনি ও বেশ কয়েকবার চিৎকার করেন।

যদিও টিম ইন্ডিয়ার ২২৪ রানের বিশাল ব্যবধানে জয়ে ১৩ রানে ৩ উইকেট নিয়ে দারুণ ভূমিকা রাখেন এ বাঁহাতি।

খলিলকে আইসিসির কোড অব কন্ডাক্টের লেভেল-১ এর ২.৫ ধারায় দোষী সাব্যস্ত করা হয়। এই ধারায় বলা আছে, আন্তর্জাতিক কোনো ম্যাচে ভাষা, আচরণ অথবা অঙ্গভঙ্গির মাধ্যমে আক্রমণাত্মক মনোভাব দেখানো অপরাধ বলে বিবেচিত হবে।

ম্যাচ রেফারি ক্রিস ব্রডের কাছে অবশ্য খলিল নিজের অপরাধ মেনে নিয়েছেন। ফলে কোনো শুনানির প্রয়োজন হয়নি। এর আগে খলিলের ওপর এমন অভিযোগ করেন মাঠের দুই আম্পায়ার ইয়ান গোল্ড এবং অনিল চৌধুরী, তৃতীয় আম্পায়ার পল উইলসন ও চতুর্থ আম্পায়ার চেতিহোদি শামসুদ্দিন।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, ৩০ অক্টোবর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।