ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ১৪তম ওভারে স্যামুয়েলসকে ফেরান খলিল। কিন্তু আউট হওয়ার পর ক্যারিবীয় ব্যাটসম্যানের দিকে তেড়ে যান তিনি ও বেশ কয়েকবার চিৎকার করেন।
খলিলকে আইসিসির কোড অব কন্ডাক্টের লেভেল-১ এর ২.৫ ধারায় দোষী সাব্যস্ত করা হয়। এই ধারায় বলা আছে, আন্তর্জাতিক কোনো ম্যাচে ভাষা, আচরণ অথবা অঙ্গভঙ্গির মাধ্যমে আক্রমণাত্মক মনোভাব দেখানো অপরাধ বলে বিবেচিত হবে।
ম্যাচ রেফারি ক্রিস ব্রডের কাছে অবশ্য খলিল নিজের অপরাধ মেনে নিয়েছেন। ফলে কোনো শুনানির প্রয়োজন হয়নি। এর আগে খলিলের ওপর এমন অভিযোগ করেন মাঠের দুই আম্পায়ার ইয়ান গোল্ড এবং অনিল চৌধুরী, তৃতীয় আম্পায়ার পল উইলসন ও চতুর্থ আম্পায়ার চেতিহোদি শামসুদ্দিন।
বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, ৩০ অক্টোবর, ২০১৮
এমএমএস