মঙ্গলবার (৩০ অক্টো্বর) বিসিবি কার্যালয়ে সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে আকরাম বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই হয়তো তাদেরকে পাবো। এমনই আশা করছি।
সাকিবের বাঁহাতের কণিষ্ঠার ইনজুরি এখন পুরোপুরি নিয়ন্ত্রণে। বর্তমানে তার পুনর্বাসন চলছে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তার খেলা নিয়ে কোনো শঙ্কা আপাতত নেই। অন্যদিকে তামিম ইকবালের ইনজুরির দেড় মাস পার হয়েছে। তার বাঁহাতের কব্জির পুনর্বাসন পুরোদমে চলছে। দু'একদিনের মধ্যেই তিনি ব্যাটিং অনুশীলনে নামবেন। তবে সেটা ক্রিকেট বলে নয়, টেনিস বলে। এরপর যদি তিনি মনে করেন খেলতে পারবেন তাহলে খেলবেন। তবে এ জাতীয় ইনজুরি দেড় মাসের বেশি স্থায়ী হয় না।
প্রসঙ্গত, বাঁহাতের ভিন্ন ভিন্ন ইনজুরিতে ঘরের মাঠে চলমান জিম্বাবুয়ে সিরিজে এই টাইগার ডুয়ো খেলতে পারছেন না।
৩ নভেম্বর থেকে সিলেটে অনুষ্ঠেয় সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ নিয়েও সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন আকরাম। টেস্ট সিরিজ নিয়ে তার প্রত্যাশার পারদ বেশ ওপরে।
‘ওয়ানডে খুব ভালো গিয়েছে। প্রথমটা নড়বড়ে থাকলেও সিরিজটা আমরা জিতে যাই। বাংলাদেশ খুব ডমিনেট করে খেলেছে। এটা সত্যি যে, আমরা ওয়ানডে বা টি-টোয়েন্টি যেভাবে খেলি, টেস্টে আমাদের সে পারফর্ম্যান্স নেই। তবে আগের চেয়ে ভালো হয়েছে। আশা করি এই সিরিজেও দল ভালো করবে। ’
আগামি ৩-৭ নভেম্বর সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে দুই দল। দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি গড়াবে ১১-১৫ নভেম্বর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
এইচএল/এমএইচএম