ইংল্যান্ড ও শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশের মধ্যকার প্রস্তুতি ম্যাচের শেষ দিন বুধবার (৩১ অক্টোবর) ঘটে এই দুর্ঘটনা। ব্যাটিংয়ে থাকা ইংলিশ ব্যাটসম্যান জস বাটলারের সজোরে হাঁকানো বলটি সরাসরি এসে আঘাত করে শর্ট লেগে দাঁড়ানো ২০ বছর বয়সী লঙ্কান তরুণ ক্রিকেটার মাথুম নিশাঙ্কার মাথায়।
শেষ পর্যন্ত অবশ্য স্বস্তি ফিরেছে বাটলারের মনে। হুঁশ ফিরেছে নিশাঙ্কার। হাসপাতালে এমআরআই স্ক্যান করার পর খারাপ কিছু ধরা পড়েনি। তবে চিকিৎসক তাকে ছাড়েননি। ২৪ ঘন্টার পর্যবেক্ষনে রেখেছেন। চিকিৎসক অবশ্য জানিয়ে দিয়ে ভয়ের কিছু নেই।
ভয় কাটলেও ওই পরিস্থিতিতে মনে কী চলছিল জানিয়ে বাটলার বলেন, ‘আমার মনে হয়, আপনি সবসময় এমন পরিস্থিতিতে খারাপ কিছুই ভাববেন। ’
বলটা বেশ জোরেই মেরেছিলেন জানিয়ে বাটলার বলেন, ‘আমি খুব জোরে হিট করেছিলাম। আর খুব কাছে থেকে। তাই এটা অবশ্যই বড় দুশ্চিন্তার কারণ ছিল। যখন সে চলে গেল, আপনি তার জন্য কেবল ভালো কিছুই আশা করতে পারতেন। ডাক্তার এবং ফিজিও মাঠে এসে তাকে অনেক শুশ্রুষা করেছে। এটা বাজে একটা দুর্ঘটনা। তবে আমি শুনেছি সে ভালো আছে। খবরটা শুনে ভালো লাগছে। ’
বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৮
এমকেএম