ভারতের হয়ে ১৬৪টি টেস্ট খেলেন দ্রাবিড়। এই ফরম্যাটে নিজ দেশের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ এবং সবমিলিয়ে পঞ্চম সর্বোচ্চ ৩৬টি সেঞ্চুরির মালিক তিনি।
আইসিসির হল অব ফেমে অন্তর্ভুক্তির পর নিজের অনুভূতি জানিয়ে দ্রাবিড় বলেন, ‘এটা আমার জন্য অনেক সম্মান ও গর্বের। প্রজন্মের সেরাদের তালিকায় নিজের নাম দেখতে পারাটা অনেকটা স্বপ্নপূরণ হওয়ার মতো। একজন ক্রিকেটারের পুরো খেলোয়াড়ি জীবনের সেরা প্রাপ্তিগুলোর মধ্যে অন্যতম এটি। ’
দ্রাবিড়ের আগে ভারতের হয়ে সম্মানজনক এই স্বীকৃতি পান বিষান সিং বেদি, কপিল দেব, সুনিল গাভাস্কর ও অনিল কুম্বলে।
গেলো ২ জুলাই অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক কিংবদন্তি রিকি পন্টিংয়ের সঙ্গে আইসিসির হল অব ফেমের জন্য ঘোষণা করা হয় দ্রাবিড়ের নাম। অস্ট্রেলিয়ার ২৫তম ক্রিকেটার হিসেবে এ তালিকায় নাম লেখান পন্টিং।
বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৮
এমকেএম