প্রথম সেশনের ১৭তম ওভারে বল করতে আসেন তাইজুল। ওই ওভারের দ্বিতীয় বলে ডিফেন্ড করতে গিয়ে শর্ট লেগে ক্যাচ তুলে দেন টেইলর।
এর আগে শনিবার (০৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে টসে জিতে ব্যাটিং বেছে নেয় জিম্বাবুয়ে।
এই ম্যাচ দিয়েই টেস্ট ভেন্যু হিসেবে অভিষেক হয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের।
আজকের ম্যাচে বাংলাদেশের হয়ে টেস্ট অভিষেক হতে যাচ্ছে আরিফুল হক, নাজমুল ইসলাম অপুর। আর জিম্বাবুয়ের হয়ে টেস্ট অভিষেক হচ্ছে ব্র্যান্ডন মাভুতার।
বাংলাদেশের একাদশ
লিটন দাস, ইমরুল কায়েস, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ (অধিনায়ক), আরিফুল হক, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাজমুল ইসলাম, আবু জায়েদ।
জিম্বাবুয়ের একাদশ
হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), ব্রায়ান চ্যারি, ব্র্যান্ডন টেইলর, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, পিটার মুর, রেগিস চাকাভা (উইকেটরক্ষক), ব্র্যান্ডন মাভুতা, ওয়েলিংটন মাসাকাদজা, কাইলি জারভিস, টেন্ডাই চাতারা।
বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৮
এমএইচএম