ঢাকা, শনিবার, ০ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভালো খেলতে থাকা মাসাকাদজাকে তুলে নিলেন রাহি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৮
ভালো খেলতে থাকা মাসাকাদজাকে তুলে নিলেন রাহি ছবি: সংগৃহীত

অধিনায়কের দায়িত্ব নিয়ে দারুণ ব্যাটিং করতে থাকেন হ্যামিল্টন মাসাজাদজা। তুলে নেন টেস্ট ক্যারিয়ারের অষ্টম হাফসেঞ্চুরিও। তবে মধ্যাহ্ন বিরতির পর আর টিকতে পারলেন না। অবু জায়েদ রাহির করা বলে এলবির ফাঁদে পড়েন জিম্বাবুয়ে দলনেতা। ১০৫ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৫২ রান করেন তিনি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩৪ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৯৪ রান করেছে জিম্বাবুয়ে। ব্যাটিংয়ে আছেন শেন উইলিয়ামস ও সিকান্দার রাজা।

এর আগে জিম্বাবুয়ের অভিজ্ঞ ব্যাটসম্যান ব্র্যান্ডন টেইলরকে (৬) নাজমুল হাসান শান্তর ক্যাচে পরিণত করলেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। আর ওপেনার ব্রায়ান চ্যারিকে বোল্ড করে ম্যাচে নিজের প্রথম উইকেট পেয়েছিলেন তিনি।

প্রথম সেশনের ১৭তম ওভারে বল করতে আসেন তাইজুল। ওই ওভারের দ্বিতীয় বলে ডিফেন্ড করতে গিয়ে শর্ট লেগে ক্যাচ তুলে দেন টেইলর। তার ব্যাটের কানায় লেগে বল সেখানে থাকা শান্তর হাতে জমা হয়। মাঠের আম্পায়ার থার্ড আম্পায়ারের সহায়তায় আউট দিলে নিজের দ্বিতীয় উইকেটের স্বাদ পান তাইজুল। দলীয় ৪৭ রানে দ্বিতীয় উইকেট হারায় জিম্বাবুয়ে।

এর আগে শনিবার (০৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে বাংলাদেশের বিপক্ষে টসে জিতে ব্যাটিং বেছে নেয় জিম্বাবুয়ে।  

এই ম্যাচ দিয়েই টেস্ট ভেন্যু হিসেবে অভিষেক হয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের।

আজকের ম্যাচে বাংলাদেশের হয়ে টেস্ট অভিষেক হতে যাচ্ছে আরিফুল হক, নাজমুল ইসলাম অপুর। আর জিম্বাবুয়ের হয়ে টেস্ট অভিষেক হচ্ছে ব্র্যান্ডন মাভুতার।

বাংলাদেশের একাদশ
লিটন দাস, ইমরুল কায়েস, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ (অধিনায়ক), আরিফুল হক, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাজমুল ইসলাম, আবু জায়েদ।

জিম্বাবুয়ের একাদশ
হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), ব্রায়ান চ্যারি, ব্র্যান্ডন টেইলর, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, পিটার মুর, রেগিস চাকাভা (উইকেটরক্ষক), ব্র্যান্ডন মাভুতা, ওয়েলিংটন মাসাকাদজা, কাইলি জারভিস, টেন্ডাই চাতারা।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।