২০ মিনিটের ব্যাটিংয়ে বাঁহাতের চোটাক্রান্ত তর্জনীতে অস্বস্তি অনুভব করেননি একথা ঠিক। তবে অল্পবিস্তর ব্যথা অনুভব করেছেন।
মোটামুটি লম্বা বিরতির পর রোববার (৫ নভেম্বর) ব্যাটিংয়ে ফিরলেও চোটের বিষয়টি মাথায় রেখে পুরোটা সেশনে ক্রিকেট বল মোকাবেলা করেছেন মাত্র তিনবার। চিকিৎসকের পরামর্শানুযায়ী বাকি সব ডেলিভারিই এসেছে টেনিস বল থেকে।
ব্যাটিং শেষে করেছেন দুপুর ১২:২৪ মিনিটে। আধাঘণ্টা বিরতির পর শের ই বাংলা স্টেডিয়ামে করেছেন রানিং। মূলত এর মধ্য দিয়েই শুরু হয়ে গেল তার মাঠে ফেরার লড়াই। সেদিন বাংলাদেশ ক্রিকেটের পরিচালনা বিভাগের প্রধান ও সাবেক অধিনায়ক আকরাম খান বলেছিলেন ১৮ নভেম্বর থেকে ঘরের মাঠে অনুষ্ঠেয় ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই তাকে টাইগার দলে দেখা যাবে।
শুরুতে না হলেও সিরিজের মাঝামাঝি অর্থাৎ ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে। যদিও বিসিবি চিকিৎসক দেবাশীষ বলেছিলেন, এখন পুরোটাই তামিমের ওপর নির্ভর করছে। তিনি যদি মনে করেন, খেলা সম্ভব তাহলে হয়তো সফরকারী দলটির বিপক্ষে টেস্ট সিরিজেই ব্যাট হাতে ক্লাসিক শটসের পসরা সাজিয়ে আবার গ্যালারিতে উল্লাস ফেরাবেন লাল সবুজের এই ব্যাটিং স্তম্ভ। গেল এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নেমই গুরুতর ইনজুরিতে পড়েছিলেন তামিম।
বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, ০৪ নভেম্বর, ২০১৮
এইচএল/এমএমএস