দুবাইতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-২০’তে এই মাইলফলক স্পর্শ করেন বাবর। ২৬ ইনিংসে তিনি রেকর্ডটি গড়েন।
রেকর্ডটি এককভাবে গড়তে এই ম্যাচ ছাড়া বাবরের সামনে কোনো উপায় ছিল না। আগের ২৫ ম্যাচের ২৫ ইনিংসে তার রান ছিল ৯৫২। কীর্তি গড়তে প্রয়োজন ছিল আরও ৪৮ রান। তবে এদিন প্রয়োজনীয় সেই ৪৮ রান ছাড়াও করেছেন আরও ৩১ রান। খেলেছেন ৫৮ বলে ৭৯ রানের ঝলমলে এক ইনিংস। তার সেই ইনিংসে চড়েই ৪৭ রানের জয়ে তিন ম্যাচের সিরিজে কিউইদের হোয়াইটওয়াশ করলো পাকিস্তান।
ম্যাচের হিসেবে বাবর থেকে কোহলি আরও পিছিয়ে গেল। বাবরের ২৬ ম্যাচের বিপরীতে কোহলি খেলেছেন ২৯ ম্যাচ।
শীর্ষ পাঁচে অন্যরা হলেন অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ (২৯ ইনিংস), কেভিন পিটারসেন ও অ্যালেক্স হেলস (৩২ ইনিংস)।
বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, ০৫ অক্টোবর, ২০১৮
এমএমএস