ঢাকা, শনিবার, ০ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

জেতার জন্য ক্ষুধার্ত ছিলাম: রাজপুত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০২ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৮
জেতার জন্য ক্ষুধার্ত ছিলাম: রাজপুত ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কথা বলছেন জিম্বাবুয়ের কোচ লালচাঁদ রাজপুত-ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেটের মাঠে জেতার ব্যাপারে সম্পূর্ণ আশাবাদী ছিলেন সফরকারী জিম্বাবুয়ের কোচ লালচাঁদ রাজপুত। যে কারণে আগের দিন (সোমবার) ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ডিপ্লোমেটিক উত্তর দিয়ে বলেছিলেন, ‘ম্যাচে আমরা যে অবস্থানে রয়েছি, এখান থেকে হারা খুব কঠিন।' 

হয়তো সেই মানসে মঙ্গলবার সিলেটের মাঠে অভিষেক টেস্টে বাংলাদেশকে হারানোর পর ইতিহাসে নাম লেখানো জিম্বাবুয়ে কোচ নিজেই হাজির হন সংবাদ সম্মেলনে। উত্তর দেন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের।

তিনি স্পষ্টভাবে বলেন, ‘আমরা ওয়ানডে সিরিজ ৩-০ হোয়াইটওয়াশের পরে জয় পাওয়ার জন্য ক্ষুধার্ত ছিলাম। তাই টেস্ট ম্যাচে ঘুরে দাঁড়াই। আমরা আসলেই এটির জন্য প্রস্তুত ছিলাম। আমি আনন্দিত যে ছেলেরা তাদের মেধার প্রতি ন্যায় বিচার করেছে। এটা আমাদের জন্য একটি দুর্দান্ত দিন। ’

লালচাঁদ আরও বলেন, 'আমরা জিততে ক্ষুধার্ত ছিলাম। দক্ষিণ আফ্রিকায় মাভুতা খুব ভালো করেছে। আমি জানতাম যে লেগ স্পিনার হিসেবে সে একজন ম্যাচ উইনার। একমাত্র বার্তা ছিল যে তাকে তার স্বাভাবিক স্পিন বোলিং করতে হবে এবং বলে খুব বেশি ফ্লাইট দেওয়ার চেষ্টা করা যাবে না। ' 
 
'চতুর্থ দিনের উইকেটে বল শুধু সঠিক জায়গায় রাখতে হবে। আমাদের বোলাররা ভালো বল করেছে। টেস্ট ক্রিকেট ধৈর্যের খেলা। আপনাকে সেই জটিল মুহূর্তগুলির মধ্য দিয়ে যেতে হবেএবং তারা সত্যিই ভালো প্রতিক্রিয়া জানিয়েছে। '
 
জিম্বাবুয়ের এমন জেতার কারণ ব্যাখা করতে গিয়ে রাজপুত বলেন, 'আমি ছেলেদেরকে বললাম, টেস্ট ম্যাচের আজ শেষ দিন এবং একই দিন দিওয়ালি, তাই আমি তাদেরকে বললাম যে, তারা আমাকে সবচেয়ে ভালো উপহার দিতে পারবে। তারা টেস্ট ম্যাচে জয়ী হয়েছে এবং তারা সত্যিই ভালো করেছে। ' 

'বছরের পর বছর ধরে জিম্বাবুয়ে টেস্ট ক্রিকেটে ভালো কিছু করেনি। কিন্তু আপনি যখন জিতবেন, তখন এই সব সমস্যা একদিকে ধাক্কা দিবে। জয় আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। এটা নিশ্চিত ভাবে বলা যায় যে, খেলোয়াড়দের আস্থা-আত্মবিশ্বাস সত্যিই এখন অনেক বেড়ে গেছে। ' 
 
বাংলাদেশকে পরাজিত করা তাদের জন্য একটি বিশাল অর্জন বলে মনে করেন লালচাঁদ। এই জয় জিম্বাবুয়ের ক্রিকেটকে পুনরুজ্জীবিত করেছে। আমরা বিশ্বাস করতে শুরু করেছি যে আমরা কেবলমাত্র দেশেই জিততে পারি না, আমরা বিদেশেও জয়ী হতে পারি। এটি প্রথম ধাপ। '
 
সফরকারী জিম্বাবুয়ে কোচ বলেন, '৯০ এর দশকে জিম্বাবুয়ে ক্রিকেটকে দেখলে সেসময় তাদের চমৎকার দল ছিল। এখন বিশ্বজুড়ে দলগুলি জেনে রাখবে, জিম্বাবুয়ে আগের দলটিতে ফিরে আসছে। এই জয় নিশ্চিতভাবেই পুনরুজ্জীবিত করবে, খেলোয়াড়দের প্রতি আস্থা ফিরিয়ে আনবে।

সংবাদ সম্মেলনে কথা বলছেন মাহমুদউল্লাহ
 এদিকে, ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ব্যাটসম্যানদের দায় এড়িয়ে যাননি বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ম্যাচ শেষে তিনি বলেন, 'এই হারের কোনো অজুহাত নেই। আমরা ব্যাটিংয়ে ভালো করতে পারিনি। ' 
 
যে জিম্বাবুয়েকে ওয়ানডে সিরিজে হেসেখেলে হোয়াইটওয়াশ করেছে, সেই দলের বিপক্ষেই টেস্ট ম্যাচে ১৫১ রানের বিশাল ব্যবধানে হেরে যাওয়ার দায় নিয়ে পরবর্তী ম্যাচেই ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে অভিষেক টেস্টে হেরে গিয়ে সিলেটের দর্শকদের হতাশ করায় দু:খ প্রকাশ করেছেন তিনি।
 
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ধরনের ব্যাটিংয়ের ব্যাখ্যা দেওয়া আসলে কঠিন। শুধু একটা জিনিসই বলতে পারি, টেস্ট ক্রিকেট খেলতে গেলে যতটুকু ডিসিপ্লিনড থাকা দরকার, আমরা মনে হয় ততটুকু ছিলাম না। উইকেট বেশ ভালোই ছিল। তবে ডিসিপ্লিনের বিষয়টা আমাদেরকে আরেকটু ভালো করে দেখতে হবে। '
 
টানা কয়েকটি টেস্টে বাজেভাবে ব্যর্থ হওয়ার বিষয়ে বলেন, 'আমাদের নিজেদের ওপর বিশ্বাস আরেকটু বাড়াতে হবে। এ থেকে উত্তরণের উপায় খুঁজে বের করতে হবে। '

৩২০ রান তাড়া করতে নেমে যে পরিকল্পনা নিয়ে খেলতে নেমেছিলেন বাংলাদেশের ব্যাটসম্যানরা, তা সফল হয়নি। ভাল কোনো পার্টনারশিপ নেই। এটাই হারের ভিত গড়ে দিয়েছে বলে মনে করেন বাংলাদেশ দলপতি।
 
অবশ্য হারের জন্য তিনি উইকেটের কোনো দোষ দেননি। বলেছেন, পুরো দলই বাজে ব্যাটিং করেছে। তবে তার বিশ্বাস ঘুরে দাঁড়াতে পারবেন পরের ম্যাচ থেকেই। দলে তামিম ইকবাল ও সাকিব-আল-হাসান না থাকায় দলের শক্তির তারতম্য হয়েছে বলে মনে করলেও মাহমুদুল্লাহ বলেন, 'ইনজুরি তো আর কারো হাত নেই। মেনে নিতে হবে। '
 
তিনি বলেন, 'বোলাররা যথেষ্ট ভালো বল করছে। কিন্তু ব্যাটসম্যানরা দায়িত্ব নিতে পারছে না। তবে ওয়ানডেতে ব্যাটসম্যানরা ভালো ছন্দে আছেন। আমরা হয়তো সেটা টেস্ট ক্রিকেটে নিতে পারছি না। অবশ্যই এটা চিন্তার বিষয়। এভাবে ব্যাটিং করতে থাকলে আমার মনে হয় না আমরা টেস্ট ক্রিকেটে কোনো অবস্থানে থাকবো। '

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘন্টা, অক্টোবর ০৬, ২০১৮
এনইউ/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।