ঢাকা, শনিবার, ০ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শ্রীলঙ্কায় যুবাদের চতুর্থ ওডিআই পরিত্যক্ত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৮
শ্রীলঙ্কায় যুবাদের চতুর্থ ওডিআই পরিত্যক্ত শ্রীলঙ্কায় যুবাদের চতুর্থ ওডিআই পরিত্যক্ত-ছবি: সংগৃহীত

প্রবল বৃষ্টির কারণে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বনাম শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ এর মধ্যকার সিরিজের চতুর্থ ওয়ানডে ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। পাঁচ ম্যাচ সিরিজে ১-১ ব্যবধানে সমতায় আছে দু’দল। প্রথম ম্যাচটিও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল।

আগামী ৯ নভেম্বর সিরিজ নির্ধারণী শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে।

এর আগে বৃষ্টির কারণে দু’দলের চতুর্থ ম্যাচটি ২২ ওভার করে নির্ধারণ করা হয়।

যেখানে প্রথমে ব্যাট করে তৌহিদ হৃদয়ের অপরাজিত ৫৯ রানে ভর করে ৬ উইকেট হারিয়ে ১৫৫ রান করে টাইগার যুবারা।

জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলারদের তোপের মুখে পড়ে স্বাগতিক লঙ্কান যুবারা। ৩৪ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে তারা। তবে ৮.৫ ওভার খেলা হওয়ার পর ফের বৃষ্টি শুরু হয়। পরে আম্পায়াররা ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন।

বাংলাদেশি বোলারদের মধ্যে তৌহিদ মাত্র ৮ রানে ৩টি উইকেট তুলে নেন। শামীম বাকি দুটি উইকেট লাভ করেন।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ০৭ নভেম্বর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।