তবে দলটি ছিলো ওয়েস্ট ইন্ডিজ। ২ ম্যাচ সিরিজের টেস্টের কোনটিতেই স্বাগতিকদের জয় নিয়ে মাঠ ছাড়া হয়নি।
রোববারের (১১ নভেম্বর) ম্যাচটিকে সামনে রেখে তাই বাড়তি সতর্কতা স্বাগতিক শিবিরে। পরিস্থিতি এমন যে লজ্জা নিবারণে হ্যামিল্টন মাসাকাদজাদের বিপক্ষে জয় ভিন্ন আর কিছুই ভাবার অবকাশ নেই। দেয়ালে পিঠ ঠেকে গেলে যা হয়, ঠিক তেমনি অবস্থা মাহমুদউল্লাহ রিয়াদদের শিবিরে বিরাজ করছে।
শনিবার (১০ নভেম্বর) মিরপুরের ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে স্বাগতিক অধিনায়কও সেকথাই বললেন।
‘ইংল্যান্ড-অস্ট্রেলিয়াকে যেভাবে দেখি, আমি জিম্বাবুয়েকেও একই চোখে দেখি। কারণ মাঠে গিয়ে ভাল খেলাটাই মূল লক্ষ্য। সেটা যদি আপনি করতে না পারেন তাহলে আপনারও খারাপ লাগবে, কারণ আপনি দেশের হয়ে ভাল করতে পারছেন না। এটা সবাইকেই অনেক পীড়া দেয়। আমরা এখন সবার সাথেই কথা বলেছি, টিম ম্যানেজমেন্টের সবার সাথেই আলাপ হয়েছে। আমাদের এখন দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার মত অবস্থা। আমাদের শক্তভাবে ফিরে আসতে হবে। এখানে অন্য কোনো সুযোগ নেই। ’
বিষয়টি এমন নয় যে কাল ম্যাচ তাই আগের দিন সংবাদ মাধ্যমের সামনে টাইগার দলপতি অবলীলায় কথাগুলো বলেছেন। বরং গেল ৬ নভেম্বর সিলেটে প্রথম টেস্টে ১৫১ রানে হারের পরেই দলের সঙ্গে সভা করে বিষয়টি শেয়ার করেছেন স্বাগতিক অধিনায়ক।
‘সিলেটের ম্যাচের পর আমরা সব প্লেয়াররাই একত্রে বসেছিলাম। আমরা সেই ম্যাচে কী ইতিবাচক ব্যাপার ছিল, কী খারাপ করেছি যেগুলো আমরা পরের ম্যাচে করবো না। এই জিনিস গুলো পয়েন্ট আউট করা হয়েয়ে। কিছু জায়গায় যদি শক্ত থাকতে পারি তাহলে আমরা ভাল পারফরম্যান্স করতে পারব। কারণ আমাদের আসল চিন্তার জায়গা ব্যাটিং। ’
‘এই জায়গায় আমরা অন্য ফরম্যাটে যত ভাল করতে পারছি, টেস্ট ক্রিকেটে ততো ভাল করতে পারছি না। এটাই আমাদের সবচেয়ে বড় চিন্তার জায়গা। আবার আমরা যদি খুব বেশি চিন্তা করি তাহলে চাপটা আমাদের ওপরেই পড়বে। আমাদের স্বাভাবিক খেলাটাই খেলতে চাইব। আমরা যদি ঐ জিনিসটা করতে পারি, তাহলে আমাদের ভাল করার সুযোগ থাকবে। ’
সিলেটে প্রথম টেস্টে সফরকারী জিম্বাবুয়ের কাছে ১৫১ রানে ধরাশায়ী স্বাগতিক বাংলাদেশ সিরিজে সমতায় ফিরতে মাঠে নামবে রোববার (১১ নভেম্বর)। মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেম সময় সকাল সাড়ে ৯টায়।
বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ১০ নভেম্বর, ২০১৮
এইচএল/এমএমএস