ওয়ানডে সংস্করণে এশিয়ার উঠতি পরাশক্তির তকমা পেলেও টেস্টে যেন টাইগাররা আজও সেই ছোটটিই রয়ে গেছে! দেড় যুগ পেরিয়েও ক্রিকেটারদের মাঝে তারই হতাশা।
ঘরের মাঠে ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দলকে হারানোর পর শ্রীলঙ্কায় গিয়ে শততম টেস্টে লঙ্কানদের হারিয়ে যে সামর্থ্যের জানান মুশফিকরা দিয়েছিলেন চলতি বছরের টানা হারে তা যেন শূন্যে মিলিয়ে গেছে।
‘যদি ফলাফল হিসেবে করে দেখেন, তাহলে হয়তো অতটা প্রাপ্তবয়স্ক হয়নি। টেস্ট ক্রিকেটটা আপনাকে খেলতে থাকতে হবে, তারপর আপনি ফলাফলটা পাবেন। অন্য ফরম্যাটে আমরা যেভাবে ভাল খেলছি, ছন্দ ধরতে পেরেছি, টেস্টে হয়তো সেটা ধরতে পারছি না। ’
‘কিছু ম্যাচে আমরা ভালো করেছি, কিছু ম্যাচে আবার বাজে পারফর্ম করেছি। এই জিনিসটা থেকে বের হওয়া দরকার, বের হতেই হবে। ধারাবাহিকতা বেশ গুরুত্বপূর্ণ, টেস্ট ক্রিকেটে। গোছানো হতে হবে আমাদের তিন বিভাগেই। টেস্ট ক্রিকেটে আপনাকে বড় জুটি গড়তেই হবে, ব্যাটিং কিংবা বোলিং। তাহলে আপনার ফলাফল পক্ষে আসবেই। ’-যোগ করেন মাহমুদউল্লাহ।
বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, ১০ নভেম্বর, ২০১৮
এইচএল/এমএমএস