মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে প্রথম দিনের প্রথম সেশনে দলীয় ২৬ রানে ৩ উইকেট হারানো বাংলাদেশকে এনে দেন স্বস্তি।
রোববার (১১ নভেম্বর) মিরপুর শের ই বাংলায় প্রথম দিনের দ্বিতীয় সেশনে সিকান্দার রাজাকে ৪ মেরে সেঞ্চুরি তুলে নেন প্রিন্স অব কক্সবাজার।
টেস্টে মুমিনুল প্রথম সেঞ্চুরির দেখা পেযেছিলেন ২০১৩ সালের ৯ অক্টোবর। চট্টগ্রামে সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন ক্যারিয়ার সেরা ১৮১ রানের ইনিংস।
দ্বিতীয় সেঞ্চুরিটি এসেছে একই বছরের ২১ অক্টোবর। কিউদের বিপক্ষে মিরপুর শের ই বাংলায় দৃঢ় ব্যাটে তুলে নেন অপরাজিত ১২৬ রান। তৃতীয় সেঞ্চুরিটি করেছিলেন ২০১৪ সালের ৪ ফেব্রুয়ারি। লাকি ভেন্যু চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে করেছিলেন অপরাজিত ১০০ রান। চতুর্থ শতকের দেখা পেয়েছিলেন একই বছরের ১২ নভেম্বর। ভেন্যু সেই চট্টগ্রাম।
জিম্বাবুয়েরর বিপক্ষে খেলেছিলেন ক্যারিয়ারের তৃতীয় সর্বোচ্চ অপরাজিত ১৩১ রানের ইনিংস। ৫ম ও ৬ষষ্ঠ সেঞ্চুরি করেছিলেন ব্যাক টু ব্যাক। চলতি বছরের ৩১ জানুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছিলেন ১০৫ ও ১৭৬ রানের ঝাঁঝালো ইনিংস।
বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, ১১ নভেম্বর, ২০১৮
এইচএল/এমএমএস