ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মুশফিকের ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৮
মুশফিকের ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি মুশফিকুর রহিম। ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজ

টেস্ট ক্যারিয়ারে ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি পেলেন মুশফিকুর রহিম। চলতি জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা টেস্টে ১৮৭ বলে এই সেঞ্চুরি পান এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেই ভালো হয়নি স্বাগতিক বাংলাদেশের। মাত্র ২৬ রানেই তিন উইকেট হারিয়ে ফেলে তারা।

কিন্তু এরপরই দলের হাল ধরেন মুশফিক ও মুমিনুল হক।  

তাদের হাত ধরে ২৫৮ রানে পৌঁছেছে বাংলাদেশের স্কোর। মুমিনুল-মুশফিকের ব্যাটে আসে বাংলাদেশের চতুর্থ উইকেটে সর্বোচ্চ রানের জুটি এবং দুই জনের ব্যাট থেকেই আসে সেঞ্চুরি। মুমিনুল করেন সপ্তম টেস্ট সেঞ্চুরি আর মুশফিক পূরণ করেন তার ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি।

ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজ

এর আগে মুশফিকের ব্যাট থেকে ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে আসে ২০০ রানের অসাধারণ এক ইনিংস। এছাড়া, বাকি টেস্ট সেঞ্চুরিগুলো করেন, ২০১৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে (১৫৯), ২০১৭ ভারতের বিপক্ষে (১২৭), ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে (১১৬) এবং ২০১০ সালে ভারতের বিপক্ষে (১০১)।

বর্তমানে ১০২ রানে অপরাজিত আছেন মুশফিক। তার সঙ্গে ১৪২ রানে ব্যাট করছেন মুমিনুল।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৮
এমকেএম  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।