কিন্তু দিন শেষে তার একটি আফসোস থেকেই গেছে। মুশফিকুর রহিম-মুমিনুল হক তারই নাকের ডগার ওপরে দৃঢ় ব্যাটে তুলে নেন সেঞ্চুরি।
রোববার (১১ নভেম্বর) প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে তিনি বলেন, ‘আমার মনে হয় সকালে উইকেটে আর্দ্রতা ছিলো। সিমারদের জন্য উইকেট তুলে নেয়া কাজটি বেশ সহজ ছিলো। কিন্তু মুমিনুল, মুশফিককে ক্রেডিট দিতেই হয়। কারণ তারা কঠিন সময়েও অসাধারণ ব্যাটিং করেছে। অবশ্যই কৃতিত্বটি তাদের। তা না হলে ওই সময় খুব সহজেই ওরা ৫ থেকে ৬টি উইকেট হারাতে পারতো। ’
২৬ রানে মাহমুদউল্লাহদের ৩ উইকেট ফেলে দিয়ে প্রথম সেশনটি নিজেদের করে নিলেও দিনের বাকি সময় স্বাগতিকরা নিজেদের মতোই খেলেছে উল্লেখ করে জারভিস বলেন, ‘ছোট সেশনটি আমাদের জন্য পর্যাপ্ত ছিলো না। আমরা প্রথম সেশনে জিতেছি কিন্তু দিনের সিংহভাগই ওদের দখলে ছিলো। তবে সম্ভবত প্রথম ও একেবারে শেষ মুহুর্তটি ছিলো আমাদের দখলে। ’
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৮
এইচএল/এমকেএম