প্রথম মৌসুমেই হায়দ্রাবাদের হয়ে অলরাউন্ড পারফর্ম করে সাকিব। আর তারই পুরস্কার স্বরূপ তাকে রেখে দিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দলটি।
ভারতের এই বিশ্ব নন্দিত ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলে নিজের প্রথম সাত মৌসুমই কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে কাটায় সাকিব। তবে মাঠে ছিলেন ছয় মৌসুম। গেলো মৌসুমের আগে সাকিবকে ছেড়ে দেয় কলকাতা। আর এই সুযোগে ২ কোটি রূপিতে দলে ভেড়ায় হায়দ্রাবাদ। গেলো আসরে রানার্সআপ হওয়া হায়দ্রাবাদের হয়ে সাকিব ব্যাট হাতে করেন ২৩৯ রান ও বল হাতে নেন ১৪ উইকেট।
সাকিব ছাড়াও অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নারকেও ধরে রেখেছে হায়দ্রাবাদ। যদিও বল টেম্পারিং বিতর্কে নিষিদ্ধ ওপেনার গত মৌসুমে খেলার সুযোগ পাননি।
২০১৯ সালের ২৯ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত চলবে এবারের আইপিএল আসর।
বাংলাদেশ সময়: ১০০২ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৮
এমকেএম